পুজোর মধ্যেই হাতে পাবেন বোনাস, ঘোষণা কেন্দ্রীয় সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/10/2020   শেষ আপডেট: 21/10/2020 5:53 p.m.

দশমীর আগেই কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বোনাস

এই দুর্গাপুজোর আবহে সরকারী কর্মচারীদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার। পঞ্চমীর দুপুরে ৩৭৩৭কোটি টাকার বোনাসের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, কেন্দ্রীয় সরকার ২০১৯-২০২০ অর্থবর্ষে প্রোডাক্টিভিটি এবং নন প্রোডাক্টিভিটি বোনাসের অনুমোদন দিয়েছে। যার ফলে প্রায় ৩০ লাখের বেশি সরকারী কর্মচারী এই বোনাসের মাধ্যমে লাভবান হবেন।

ভারতীয় ডাক বাহক, ইপিএফ, ইসিএস এর মতো বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৭ লাখ কর্মী 'প্রোডিক্টিভিটি' বোনাস পাবেন। এই বোনাসের অর্থ হল যে চাকরির ক্ষেত্রে একজন কর্মী ঠিক কতটা ভালোকাজ করেছেন। রেল, বা কয়লা এই সেক্টর গুলোতে প্রোডাক্টিভিটি বোনাস পাওয়ার সুবিধা আছে। প্রোডাক্টিভিটি বোনাসের পরিমাণও বেশি নন প্রোডাক্টিভিটি বোনাসের তুলনায়।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে দশমীর আগেই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বোনাসের অর্থ।