১৫০ এর মধ্যে ১১৩টি ভেন্টিলেটর খারাপ কেনো? কেন্দ্রকে খোঁচা বোম্বে আদালতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/05/2021   শেষ আপডেট: 26/05/2021 8:10 a.m.
বম্বে হাইকোর্ট twitter.com/ANI/

বিতর্কের মুখে মোদি সরকার এবং পিএম কেয়ার ফান্ড

সুপ্রিমকোর্টে আবারো ধাক্কা খেলো মোদি সরকার। বোম্বে হাইকোর্টের অরঙ্গাবাদ বেঞ্চ এদিন মোদি সরকারের বিরুদ্ধে খারাপ ভেন্টিলেটর পাঠানোর মামলায় বড় ঘোষণা করল। মাথাইওয়াড়া এলাকায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত ভেন্টিলেটর পাঠানো হয়েছিল তার ১৫০টির মধ্যে ১১৩ টি ভেন্টিলেটর খারাপ বেরিয়েছিল। সেই প্রসঙ্গে এবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির কাছ থেকে জবাব তলব করেছে বোম্বে আদালত। আদালতের দাবি, পিএম কেয়ার ফান্ডের তরফ থেকে যে সমস্ত ভেন্টিলেটর পাঠানো হয়েছিল তারমধ্যে ১১৩টি ভেন্টিলেটার ব্যবহারযোগ্য নয়। বাকি ৩৭টি নাকি এখনো খোলা হয়নি তাই সেগুলি ভালো না খারাপ বোঝা যাচ্ছে না।

বোম্বে হাইকোর্ট জানাচ্ছে, "আমরা বর্তমানে পিএম কেয়ার ফান্ডের টাকায় কেনা এই ভেন্টিলেটরের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। ভেন্টিলেটরের মত জিনিসপত্র মানুষের জীবন বাঁচানোর জন্য কাজে লাগে। সেই সমস্ত জিনিসপত্র তাহলে কিন্তু মানুষের জীবন অত্যন্ত বিপন্ন হতে পারে। এইভাবে একটা গর্হিত কাজ কি করে করা হলো?" এর সঙ্গেই বোম্বে হাইকোর্টের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল অজয় তলোয়ারের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেই বিষয়ে। করোনাভাইরাস সংক্রান্ত একটি মামলার শুনানি করার সময় এই রায় ঘোষণা করলো বোম্বে হাইকোর্ট। হাইকোর্টের অভিযোগ বর্তমানে মেডিকেল অক্সিজেন সাপ্লাই, ব্ল্যাক মার্কেটিং সহ আরো অনেক ঘটনা ঘটেছে, তবে এবার থেকে সবকিছু শক্ত হাতে দমন করা হবে।