সেরাম‌ অগ্নিকান্ডে করোনা টিকা সুরক্ষিত থাকলেও ব্যহত হবে বিসিজি ও রোটা ভ্যাকসিন উৎপাদন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/01/2021   শেষ আপডেট: 23/01/2021 8:55 a.m.
lab seruminstitute.com

প্রায় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে : আদর পুনাওয়ালা

পুনের সেরাম ইনস্টিটিউটে আগুন লাগার ঘটনায় করোনা টিকা সুরক্ষিত আছে কিনা, সে নিয়ে উদ্বেগে ছিল গোটা দেশ। নিশ্চিন্ত করে কর্তৃপক্ষ জানায় যে প্ল্যান্টে আগুন লেগেছে সেখানে করোনা টিকা উৎপাদন হত না। গতকালই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে মঞ্জরী প্ল্যান্টে অগ্নিসংযোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বিসিজি ও রোটা ভ্যাকসিন উৎপাদন প্রক্রিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনার দিনই অগ্নিদগ্ধ হয়ে মারা যান কারখানার পাঁচ কর্মী।

যদিও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একথা আগেই জানান মঞ্জরী প্ল্যান্টে ওয়েল্ডিং করতে গিয়ে আগ্নিসংযোগ ঘটে। তবে এদিনের ফরেন্সিক দল গিয়ে নমুনা সংগ্রহ করে এবং দ্বিতীয়বারই বা কেন আবার আগুন জ্বলে ওঠে তাও তদন্ত করে জানানো হবে। এদিন ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। তবে এই মঞ্জরী প্ল্যান্টে আগুন লাগায় প্রায় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান সেরাম কর্ণধার আদর পুনাওয়ালা। এতে বিসিজি ও রোটা ভ্যাকসিন উৎপাদন বেশ ব্যহত হবে বলেই সূত্রের দাবি। সেরাম কর্তাদের সাথে এদিন জরুরি আলোচনা সারেন উদ্ধব ঠাকরে। সেরামের তরফ থেকে মৃত ব্যক্তিদের পরিবার পিছু পঁচিশ লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।