মাথার ওপর ছিঁড়ে পড়ল হাই টেনশন তার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/12/2020   শেষ আপডেট: 12/12/2020 3:03 p.m.

স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার

একেই বোধহয় বলে বিনা মেঘে বজ্রপাত৷

ঘটনা রাজস্থানের বান্সবারা জেলার নোগামা এলাকার৷ প্রতিদিনের মতো স্কুটি চালিয়ে স্কুলে যাচ্ছিলেন তরুণী শিক্ষিকা৷ দিনটা ছিল মেঘলা৷ রওনা হওয়ার পর পরই শুরু হয় হালকা বৃষ্টি৷ বইতে থাকে ঝোড়ো হাওয়া৷ হাওয়ার ঝাপটায় আচমকা ১১ কেভি বিদ্যুৎবাহী হাই টেনশন তার এসে পড়ে শিক্ষিকার স্কুটির ওপর৷ সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন৷ পুড়ে ছাই হয়ে যান তরুণী৷ রাস্তার মাঝখানে আরও কিছুক্ষণ ধরে জ্বলতে থাকে তাঁর স্কুটিটি৷

স্থানীয় মানুষ আগুন দেখে ছুটে এলেও সেই ভয়ঙ্কর মৃত্যুর সামনে তাঁদের কিছুই করার ছিল না৷ দ্রুত তাঁরা খবর দেন বিদ্যুৎ বিভাগে৷ কিন্তু ওই তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে দপ্তরের কর্মচারীদের লেগে যায় ২০ মিনিট৷ ওই সময়ে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল৷ সৌভাগ্যবশত তা হয়নি৷ জানা গেছে, ওই এলাকাতেই দিন কয়েক আগে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মৃত্যু হয় দুটি পশুর৷

এর পরেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যথেষ্ট সতর্ক ছিলেন না বলেই অনুমান৷ ঝোড়ো হাওয়া বইতে শুরু করার সঙ্গে সঙ্গে তাঁরা যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতেন, তাহলে হয়ত এমন মর্মান্তিক মৃত্যুর শিকার হতে হত না ২৫ বছর বয়সী ওই তরুণী শিক্ষিকাকে৷