জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ফের সেনা ও জঙ্গির গুলির লড়াই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/07/2021   শেষ আপডেট: 02/07/2021 9:07 a.m.

দু'পক্ষের মধ্যে গুলির লড়াই, যদিও কোন হতাহতের খবর আসেনি

শুক্রবার সাতসকালে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামায় (Pulwama) সেনা ও জঙ্গির তুমুল গুলির লড়াই শুরু হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপুরা এলাকার হানজিন (Hanjin) গ্রামে একদল জঙ্গি নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পাওয়ার পর সেখানে তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনী। এরপরই দু'পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর আসেনি।

সূত্রের খবর, প্রথমে যৌথবাহিনী তল্লাশি অভিযান শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেনার তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। তখনই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। বিশেষ সূত্রের খবর, কম পক্ষে ৩-৪ জন জঙ্গি কোন বড়সড় নাশকতার উদ্দেশ্যে প্রচুর গোলাবারুদ নিয়ে উপস্থিত হয়েছিল।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই জম্মু-কাশ্মীর ফের অশান্ত হয়ে উঠছে। গত কয়েক দিনে বেশ কয়েক বার সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ের কথা প্রকাশ্যে এসেছে। পাশাপাশি ড্রোন হামলার ঘটনাও সামনে এসেছে। সব মিলিয়ে উপত্যকা ফের অশান্ত হয়ে উঠছে মনে করছে ওয়াকিবহাল মহল।