বড়সড় সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া, এক বিবৃতি দিয়ে জানাল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/05/2021   শেষ আপডেট: 22/05/2021 8:22 a.m.
pixabay

প্রায় ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা, জানাল এয়ার ইন্ডিয়া

বড়সড় সাইবার হানার শিকার হল এয়ার ইন্ডিয়া (Air India)। তাদের ৪৫ লক্ষ যাত্রীর তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে জানাল এই বিমান সংস্থা। শুক্রবার এক বিবৃতি মারফত জানিয়েছে, প্রায় কয়েক লক্ষ যাত্রীর ডেবিট ও ক্রেডিট কার্ডসহ বহু ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া।

বিমান সংস্থার তরফে জানা গেছে, ২৬ আগষ্ট ২০১১ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২১ সাল পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন যাত্রীর তথ্য ফাঁস হয়েছে। যাত্রীদের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, পাসপোর্টের তথ্য, ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য চুরি গিয়েছে। মনে করা হচ্ছে প্রায় ৪৫ লক্ষ যাত্রীর তথ্য এখন হ্যাকারদের হাতে। তবে ক্রেডিট বা ডেবিট কার্ডের ক্ষেত্রে যেহেতু সিভিভি বা সিভিসি নম্বর তাদের কাছে থাকে না, তাই সেই তথ্য হ্যাকাররা হাতাতে পারেনি। বিমান সংস্থাটি জানিয়েছে, তথ্য চুরির পরও তাদের সিস্টেমে অস্বাভাবিক কিছু ঘটেনি।

এমন ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে তাদের সার্ভার সুরক্ষিত রয়েছে। পাশাপাশি যাত্রীদের পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।