১৬ ঘন্টার বৈঠকের পর অবশেষে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত চিনের
দেপসাং থেকে চিনা বাহিনীকে সরাতে উদ্যত হল ভারত
প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LAC) সমস্যা মেটাতে এবং সেনা প্রত্যাহার নিয়ে ফের বৈঠকে ভারত (India) ও চিনের শীর্ষ সেনা আধিকারিকরা। দীর্ঘ ১৬ ঘন্টার আলোচনার পর, পুরোপুরি স্বস্তি না মিললেও, বৈঠকের পর কিছুটা ইতিবাচক ইঙ্গিত মিলেছে।
এবার দেপসাং থেকে চিনা বাহিনীকে সরাতে উদ্যত হল ভারত। দেপসাং, গোগরা এবং উষ্ণ প্রস্রবণ এলাকা থেকে সম্পূর্ণ ভাবে বাহিনী প্রত্যাহার করতে হবে বলে চিনকেও জানিয়েছে ভারত। কয়েকদিন আগেও, প্যাংগং হ্রদ (Pangong Tso) নিয়ে দীর্ঘদিন বিবাদ চলে ভারত-চিনের। দু’দেশের মধ্যে ৯ দফা আলোচনার পর সম্প্রতি সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত এবং চিন।
ভারতীয় সেনা সূত্রে খবর, ইতিমধ্যে পিপলস লিবারেশন আর্মি (PLA) তাদের বিপুল সংখ্যক সেনা, শয়ে শয়ে ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি, হাউৎজার সরিয়ে নিয়েছে। প্যাংগং হ্রদ লাগোয়া আট নম্বর ফিঙ্গার পয়েন্টের কাছে সরানো হয়েছে চিনের সব ট্যাঙ্ক, হাউৎজার কামান। তবে পরিস্থিতির উপর প্রতি মুহূর্তে কড়া নজর রাখছে ভারতীয় সেনার উপরমহল। অন্যদিকে, কিছু মাস পরই ভারতের ব্রিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। যে সম্মেলনে যোগ দিতে ভারতের আসতে চলেছেন চীনা প্রধান শি জিনপিং। তাই ভারতের সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে চিন।