মমতার পরে এবারে গোয়ায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালী পূজার পরেই সফর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/11/2021   শেষ আপডেট: 01/11/2021 6:37 p.m.
facebook.com/AbhishekBanerjeeOfficial/

ত্রিপুরার পর এবার গোয়ায় আধিপত্য বিস্তার করতে চাইছে তৃণমূল কংগ্রেস

শুধুমাত্র ত্রিপুরা না, এবারে তৃণমূলের নজরে আছে সৈকত শহর গোয়াও। গোয়ায় সংগঠন তৈরীর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে গিয়ে গোয়ায় একটি জনসভা করে এসেছেন। তিনি সেখানে গিয়ে বলে এসেছেন, তিনি গোয়ার সন্তান। এছাড়াও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলের সঙ্গে। এরকম পরিস্থিতিতে এবারে ত্রিপুরা সফরের পর গোয়া সফরে যেতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, এবারের কালীপুজোর পরে সেখানে যেতে চলেছেন অভিষেক। সেখানে গিয়ে বেশ কিছু দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালে গোয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। খুব একটা বেশি সময় আর বাকি নেই। অন্যদিকে, সবকিছু ঠিকঠাক থাকলে এবারে গোয়ায় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সেই কারণেই আগামী ১০,১১ ও ১২ নভেম্বর তারিখে গোয়ায় যেতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক সাংগঠনিক বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন।

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে থেকেই বলে আসছেন তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটা আঞ্চলিক দল হিসেবে থাকবে না। গোয়া তাদের অন্যতম বড় লক্ষ্য। ২৫ অক্টোবর দিনহাটায় উদয়ন গুহর হয়ে প্রচার করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "তৃণমূল শুধুমাত্র পশ্চিমবঙ্গের সীমিত নয়। আমরা একটা জাতীয় দল হতে চাইছি। আমরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি ত্রিপুরায়। আমরা পৌঁছে গিয়েছি গোয়ায়। আগামী ৫-৭ টা রাজ্যে আগামী দিনে আমরা পা রাখব। গোয়ায় আগামী বছর নির্বাচন। গোয়ায় ৪০টি বিধানসভা আসন রয়েছে। তৃণমূল শুরু করছে একেবারে শূন্য থেকে। লিখে রাখুন, আগামী তিন মাসের মধ্যে গোয়ায় জোড়া ফুল ফোটাবো আমরা। পশ্চিমবঙ্গ আমাদের পথ দেখিয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একটাই রব উঠেছে, দেশ কা নেত্রী ক্যাইসা হো, মমতা দিদি জ্যায়সা হো।"