রাম মন্দির নির্মাণে ১ কোটি টাকা দান করলেন ৮৩ বছরের বৃদ্ধ এক গুহাবাসী সন্ন্যাসী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/01/2021   শেষ আপডেট: 30/01/2021 12:26 p.m.
স্বামী শঙ্কর দাস

ভক্তের দান ভগবানের সেবায় অর্পিত

অযোধ্যার পুণ্যভূমিতে রাম মন্দিরের নির্মাণকাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে অনুদান দিয়েছেন বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই। রামের ডাকে সাড়া দিয়ে চাঁদা দিয়েছেন রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল, খেলোয়াড় থেকে অভিনেতা। এবার সমগ্র দেশবাসীকে বিষ্মিত করে দিয়ে রামমন্দির নির্মাণকাজে বিশ্ব হিন্দু পরিষদের তহবিলে ১ কোটি টাকা অনুদান দিলেন বছর তিরাশির এক গুহাবাসী বৃদ্ধ সন্ন্যাসী। নিজের পঞ্চাশ বছরের বেশি সময় ধরে সঞ্চিত অর্থ পুরোটাই দান করে দিলেন রাম কল্যাণে।

দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় হৃষিকেশের এই গুহায় বসবাসকারী বৃদ্ধের নাম স্বামী শঙ্কর দাস। তার গুরু স্বর্গীয় টাট ওয়ালে বাবার বাবা যে গুহায় থাকতেন সেখানে তার ভক্তরা অনুদান দিতেন। সেই অনুদানের সাথে নিজের সঞ্চিত অর্থ এক করে এক কোটি টাকা হয় এবং সবটাই দান করে দেন রাম মন্দিরের নির্মাণহেতু। কিন্তু কেন রাম মন্দিরের জন্যই দান করলেন সবটা? স্বামী শঙ্কর দাস জানান অযোধ্যার ওই পুণ্যভূমিতে রাম মন্দির স্থান পাবে, এমনটা দেখার স্বপ্ন ছিল বহুদিনের, আর আজ তা বাস্তবায়িত হতে চলেছে। বৃদ্ধ সন্ন্যাসীর ওই এক কোটি টাকার চেক দেখে স্বাভাবিকভাবেই হতবাক হন ব্যাঙ্ক কর্মীরা। অ্যাকাউন্ট চেক করতে গিয়ে সত্যি ই তা‌‌ দেখে আশ্বস্ত হন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক কর্মীদের সাথে যোগাযোগ করে তারাই টাকাটি রাম মন্দিরের ট্রাস্টে ফেলতে সাহায্য করেন। মকর সংক্রান্তির দিন থেকে সাধারণের জন্য খুলে দেয়া এই তহবিলে ১০, ১০০, ১০০০ টাকার কুপনে অনুদান দিতে পারেন প্রত্যেক দেশবাসী‌। শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকেই এখনো পর্যন্ত পাঁচ কোটি টাকা জমা পড়েছে তহবিলে।