বিহারে বন্যাকবলিত ১৬ জেলার ৩৭ লাখ মানুষ, মৃত ২৩ জন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/08/2021   শেষ আপডেট: 20/08/2021 6:07 p.m.
বন্যাকবলিত বিহারের গ্রাম twitter.com/PIYUSHKRXYZ

বন্যার জন্য পরিবারপিছু সরকার ৬০০০ টাকা করে ক্ষতিপূরণ দেবে

বিহারের (Bihar) বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। একদিকে মহানন্দা নদীর জল বিপদসীমার ওপর চলে গিয়েছে এবং গঙ্গা নদীর জল বিহারের বক্সারে বিপদসীমার থেকে ২.২৫ মিটার উপরে রয়েছে। শেষ তিন দিনে কিছু কিছু জায়গায় জলের উচ্চতা কিছুটা কমলেও, এলাকাবাসীরা ত্রাণের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যেই বিহারের ১৬ টি জেলা বন্যাবিধ্বস্ত হয়ে পড়েছে। শেষ তিন দিনে বিহারে বন্যাকবলিত মানুষের সংখ্যা ৫ লক্ষ বেড়ে গিয়ে সংখ্যাটি দাঁড়িয়েছে ৩৭ লাখের ঘরে। মোট ১৬ টি জেলার ১০০ টি ব্লক বা ২৬২৪ টি গ্রাম বর্তমানে জলের তলায় রয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার এমনই তথ্য প্রকাশ করেছে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা DMD।

জানা গিয়েছে ইতিমধ্যেই ১.৩৫ লাখ মানুষকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া সরকারের ৮৬৫ টি কমিউনিটি কিচেন দিনরাত ১১.৫৯ লাখ মানুষের খাবার জোগান করছে। এরমধ্যেই আজ কেন্দ্রীয় মন্ত্রী তথা বেগুসারাইয়ের সাংসদ গিরিরাজ সিং বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। তিনি জানিয়েছেন, "অনেক মানুষ সরকারের কাছে ত্রাণের জন্য আবেদন করছে।" গিরিরাজ সিং বারাউনি গ্রাম এবং তার আশেপাশের গ্রামের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। আরও অন্যান্য জায়গায় যাওয়ার পরিকল্পনা থাকলেও বোটের অভাবে তিনি যেতে পারেননি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বন্যা কবলিত প্রত্যেক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০০০ টাকা করে ক্ষতিপূরণ পাঠিয়ে দেওয়া হবে।