মধ্যবিত্তদের পকেটে টান! ১ লা মার্চ থেকে প্রতি লিটারে দুধের দাম বাড়বে ১২ টাকা
দুধের ৪৩ টাকা লিটারের পরিবর্তে নতুন দাম হবে ৫৫ টাকা প্রতি লিটার
মধ্যবিত্তদের জীবন প্রতিনিয়ত মূল্যবৃদ্ধির রোষে পরে দুর্বিষহ হয়ে উঠছে। প্রায় প্রতিদিন একাধারে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও মধ্যবিত্তদের কপালে ভাঁজ ফেলে মাসে মাসে দাম বেড়ে যাচ্ছে রান্নার গ্যাসের। এবার রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে রাটলাম গ্রামের দুগ্ধ ব্যবসায়ীরা এবার দুধের দাম বৃদ্ধির কথা ভেবেছে। তারা ২৫ টি গ্রামের ব্যবসায়ীরা একত্রিত হয়ে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, রাম মন্দিরের কালিকা মাতা ক্যাম্পাসে বৈঠকের পর তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ১ মার্চ থেকে প্রতি লিটার দুধের দাম ৫৫ টাকা হয়ে যাবে।
রাটলাম মিল্ক প্রডাকশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হীরালাল চৌধুরী জানিয়েছেন, বর্তমানে আমাদের দাবি যে এবার দুধের দাম বৃদ্ধি করতে হবে। গতবছর দুধের দাম বাড়ানোর কথা ভাবলেও তা সম্ভব হয়নি করোনা ভাইরাস প্যানডেমিকের জন্য। কিন্তু এখন পরিবহন খরচ বা পশুদের খাবার জোগান দেওয়ার খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। তাই এখন দুধের দাম বাড়াটা খুবই জরুরী। এতদিন প্রতি লিটার দুধের দাম যেখানে ৪৩ টাকা ছিল তা এবার বেড়ে হবে ৫৫ টাকা লিটার। এছাড়া, তিনি আরও জানিয়েছেন যে এই দুধের দাম সত্বর না বাড়ানো হলে তারা দুধের জোগান দেওয়া বন্ধ করে দেবে।