বাজেটের আগেই চাঙ্গা শেয়ার বাজার! সেনসেক্স উঠল ৯০০ পয়েন্ট, নিফটি ১৭,৬০০-র ঘরে
কেন্দ্রের বাজেটের আগেই সকাল থেকেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
মঙ্গলবার বাজেটের আগেই ফের চাঙ্গা শেয়ার বাজার (Share Market)। সকালে বাজার খুলতেই তরতর করে উঠতে থাকে সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty)। গত কয়েক দিনে অনেকটাই পড়ে গিয়েছিল শেয়ার বাজার। তবে গতকাল থেকেই ফের উঠতে শুরু করেছে বম্বে স্টক এক্সচেঞ্জ মার্কেট। সকলেই তাকিয়ে আছেন সংসদের বাজেট ঘোষণার দিকে। যদিও বাজেট ঘোষণার আগেই সকাল থেকে শেয়ার বাজার বেশ গরম বলছেন শেয়ার বিশেষজ্ঞদের একাংশ।
সকাল সাড়ে ১০ টা ১৬ -র রিপোর্ট অনুযায়ী সেনসেক্স বেড়েছে প্রায় ৮৮০ পয়েন্ট, সেই সময় সেনসেক্স ঘোরাফেরা করছিল ৫৮ হাজার ৯০০-র ঘরে। আর নিফটি বৃদ্ধি পেয়েছে প্রায় ২৫০ পয়েন্ট। সেই নিফটি ১৭ হাজার ৫৯০-র ঘরে ওঠানামা করছিল। কাল থেকেই ফের ঊর্ধ্বমুখী শেয়ার বাজার।
টানা কয়েক দিন বাজার পড়ে যাওয়ার পর এমন উত্থানের কারণ কী? বিশেষজ্ঞদের একাংশ বলছেন, করোনার নয়া প্রজাতি ওমিক্রন ধরা পড়ার পর থেকেই গোটা বিশ্বে শেয়ার মার্কেটে ধস নামতে শুরু করেছিল। ইতিমধ্যেই ইউরোপের কয়েকটি দেশে করোনার প্রকোপ কিছুটা কমতে শুরু হয়েছে। এর প্রভাবে বিশ্ব বাজারের অর্থনীতি ফের মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এদিকে আজ সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার জেরে একগুচ্ছ নয়া নির্দেশিকাও জারি হতেও পারে। তবে বাজেটের আগেই সকাল থেকে বেশ চাঙ্গা শেয়ার বাজার।