নতুন ব্যবসা শুরু করতে চান? দেখে নিন স্টেট ব্যাঙ্কের বিশেষ এই অ্যাকাউন্ট সম্পর্কে
স্টেট ব্যাঙ্কের প্লাটিনাম কারেন্ট অ্যাকাউন্ট দেয় গ্রাহকদের একাধিক সুবিধা
যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাঁদের জন্য আকর্ষণীয় সুবিধা নিয়ে এলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। স্টেট ব্যাঙ্কের প্লাটিনাম কারেন্ট অ্যাকাউন্ট (Platinum Current Account) গ্রাহকদের দেয় একাধিক সুবিধা। সম্প্রতি স্টেট ব্যাঙ্কের তরফ থেকে টুইট (Tweet) করে জানানো হয়েছে তাঁদের প্লাটিনাম কারেন্ট অ্যাকাউন্টের কথা। টুইটটিতে ব্যবসা করতে আগ্রহীদের উদ্দেশ্যে জানানো হয়েছে স্টেট ব্যাঙ্কের কারেন্ট অ্যাকাউন্টের কথা। বিস্তারিত জানার জন্য আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার খুলে যেতে হবে sbi.co.in/web/business/sme/current-accounts –এ।
স্টেট ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, যারা নিজেদের জন্য অথবা নিজের ব্যবসার জন্য সর্বোত্তম উপায় পছন্দ করেন, তাঁদের জন্য সর্বোপযোগী স্টেট ব্যাঙ্কের প্লাটিনাম কারেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে নিজেদের গুরুত্বপূর্ণ সার্ভিসগুলি তাঁদের গ্রাহককে অগুনতিবারের জন্য বিনামূল্যে দেয় স্টেট ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্কের মতে, বড় লেনদেনকারী, প্রসিদ্ধ ব্যবসায়ী থেকে শুরু করে সেরা পেশাদার ব্যক্তি যাঁরা একসাথে একাধিক লেনদেন করে থাকেন তাঁদের জন্য অতি প্রয়োজনীয় এই অ্যাকাউন্ট।
একনজরে দেখে নেওয়া যাক প্লাটিনাম কারেন্ট অ্যাকাউন্টের বৈশিষ্ঠগুলি –
- মাসিক গড় ব্যালেন্স – ১০,০০,০০০ টাকা
- প্রতি মাসে ২ কোটি টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশ ডিপোজিট
- নিকটস্থ ব্রাঞ্চ থেকে অগুনতিবারের জন্য বিনামূল্যে টাকা তোলা যাবে এই অ্যাকাউন্টের মাধ্যমে
- বিনামূল্যে অগুনতিবারের জন্য আরটিজিএস এবং এনইএফটি
- বিনামূল্যে ডিমান্ড ড্রাফটের (demand draft) ক্ষেত্রেও কোনও সর্বোচ্চসীমা নেই
- বিমানুল্যে প্রিমিয়াম ডেবিট কার্ড (debit card), যার মাধ্যমে প্রতিদিন তোলা যাবে সর্বোচ্চ ২,৫০,০০০ টাকা
- স্টেট ব্যাঙ্কের দেশজোড়া ২২০০০ এর থেকেও বেশি ব্রাঞ্চের যেকোনোটিতে টাকা জমা দেওয়া বাঁ তোলা যাবে
-
সুরক্ষিত এবং গতিময় ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা পাওয়া যাবে বিনামূল্যে
-
বিশদে জানার জন্য লগ ইন করুন স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in -এ