অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছে নতুন অ্যাক্সিস কঞ্জাম্পশান ইটিএফ, দেখুন কোথায় ইনভেস্ট করলে হবেন সবথেকে বেশি লাভবান
গ্রাহকদের মধ্যে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এই নতুন ফান্ড ব্যবস্থা
আপনারা যারা মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য অর্থনৈতিক বিষয় নিয়ে একটু খোঁজখবর রাখেন তারা অবশ্যই জানেন অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড এর ব্যাপারে। এই কোম্পানিটি সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ভ্যালু ফান্ড ব্যবস্থা, যার নাম দেওয়া হয়েছে অ্যাক্সিস কঞ্জাম্পশান ইটিএফ। গত ৩০ আগস্ট থেকে এই নতুন অফার চালু করা হয়েছে এবং আগামী ১৩ সেপ্টেম্বরেই নতুন অফার শেষ যাবে। ভারতের সব থেকে দ্রুত বড় হয়ে ওঠা মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড এর এই নতুন প্রডাক্ট অবশ্যই অনেকের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিদ্বজ্জনেরা।
এই নতুন ইনভেস্ট ফান্ডে আপনারা কনজামশন থিম ব্যবহার করতে পারবেন এক্সচেঞ্জ ট্রেডিং এর ক্ষেত্রে। এই নতুন ফান্ড সিস্টেম আপনাকে ইনডেক্স এর মাধ্যমে রিটার্ন ফেরত দেবে এবং আপনাকে নিফটির একটি বাস্কেটে ইনভেস্ট করার পরামর্শ দেবে। যারা, একটু দীর্ঘ সময় ধরে টাকা ইনভেস্ট করতে চান তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত ভাল পদ্ধতি হতে চলেছে। এই নতুন পদ্ধতিতে ইনডেক্স স্টক নিফটির বাস্কেটে ইনভেস্ট করে আপনাকে রিটার্ন ফেরত দেবে।
অ্যাক্সিস এএমসি এর চিফ এক্সিকিউটিভ অফিসার চন্দ্রেশ নিগম বলেছেন, 'অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড কোম্পানি ভারতের সবথেকে ভালো ফান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি গুলোর মধ্যে একটি। আমরা নিজেদের নামের সঙ্গে সমস্ত রকমের যথার্থতা পালন করি। গ্রাহকদের সবথেকে ভালো মানের রিটার্ন ফেরত দেওয়ার ক্ষেত্রে আমরা সব থেকে ভাল কাজ করি। অ্যাক্সিস কনজামশন ইটিএফ লঞ্চ করার মাধ্যমে, আমরা আমাদের গ্রাহকদের একটি নতুন অপশন দিচ্ছি। এখানে গ্রাহকেরা সবথেকে ভালো রিটার্ন এবং বৃদ্ধির একটা প্রমাণ পর্যন্ত দিয়ে থাকি। বিগত ১০ বছরের মধ্যে এই মার্কেট নিয়মিত পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে ভারতের শক্তিশালী একটি মার্কেট হিসেবে ঘুরে দাঁড়িয়েছে এই কনজামশন মার্কেট। এই নতুন মার্কেটে যদি গ্রাহকেরা ইনভেস্ট করতে পারে, তাহলে একটা দীর্ঘমেয়াদী গ্রোথ এবং একটি অত্যন্ত নিরাপদ প্লাটফর্ম অফার করব।'