আবারও দাম কমলো সোনা রুপোর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/10/2020   শেষ আপডেট: 06/10/2020 3:26 a.m.
-

দুমাসের মাথায় ৬০০০ টাকা কমলো ১০ গ্রাম সোনার দাম

গত ৭ আগস্ট সোনার দাম রেকর্ড ৫৬,২০০ টাকা হওয়ার পর থেকেই কমছে দাম। মাঝে কিছুটা। বাড়লেও ওই রেকর্ড ভাঙ্গার জায়গায় যায়নি কখনই। উল্টে এমসিএক্স সূচকে ডিসেম্বর গোল্ড ফিউচার্সের দাম প্রতি ১০ গ্রামে প্রায় ০.৯% কমে এসে দাঁড়ালো ৫০,১৩০ টাকায়। একইসাথে কমছে রুপোর দামও। এক কেজি রুপোর দাম ০.৮৮% কমে এখন ৬০,৬০৫। প্রসঙ্গত উল্লেখ্য, আগস্টেই রুপোর দাম বেড়ে হয়েছিল কেজি প্রতি ৮০,০০০ টাকা।

শুধু এখানে নয়, সোনার দাম কমছে সারা বিশ্বেই। লগ্নিকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার দিকে নজর রেখে লগ্নি করছে। বিশেষজ্ঞদের ধারণা তারই প্রভাব পড়ছে সোনার দামে।