ফাইজ়ার বায়োএনটেক নিজের ভ্যাকসিন সম্বন্ধে আশাবাদী হওয়ার আশ্বাস আগেই দিয়েছে। কিছুদিন আগেই তারাই প্রথম সংস্থা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র আদায় করেছে। আর এবার নয়া স্ট্রেনে আমেরিকায় গতদিন নতুন করে সাড়ে চার হাজার মৃত্যু দর্শনের মতো উদ্বিগ্নতার পাশাপাশি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ধনাত্মক রিপোর্ট পাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। ব্রিটেনের সত্তর শতাংশ বেশী সংক্রামক করোনা যা অন্যান্য ইউরোপীয় দেশ, আমেরিকা ও দক্ষিণ আফ্রিকায় যথেষ্ট মাত্রায় ছড়িয়েছে তার বিরুদ্ধে কার্যকর হবে জার্মানির বায়োএনটেকের সহযোগীতায় তৈরি এই ফাইজ়ার ভ্যাকসিন।
আক্রান্তের থেকে সংগ্রহ করা কুড়িটি স্যাম্পেল কালেক্ট করে তাতে ভ্যাকসিন প্রয়োগ করে ১৬ টি তেই আশানুরূপ ফল পাওয়া যায় যার মধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আমেরিকার নয়া স্ট্রেনও নির্মূল হয়েছে। চার প্রজাতির করোনার ব্যপ্তির কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই প্রকাশ্যে এনেছিল। তবে এই ভ্যাকসিন N501Y মিউটেশনের ক্ষেত্রে কার্যকর হলেও বাকি মিউটেশন যেমন দক্ষিণ আফ্রিকার E484K-র ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। ফাইজ়ারের ভাইরোলজিস্ট ফিল ডর্মিটাইজারের মতে সুফল পাওয়া ষোলটি স্যাম্পেলের ওপর কোনো বিরুপ প্রভাব পড়েনি যা অবশ্যই ভাল খবর , তবে বাকি স্যাম্পেলগুলো সম্বন্ধে নিশ্চিত করে বলা সম্ভব নয়।