অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের পর কাবুল নদী অববাহিকায় শাহতুত বাঁধ নির্মাণের জন্য এবারে চুক্তিবদ্ধ হলো ভারত এবং আফগানিস্তান। দীর্ঘ ৬ বছর ধরে এই বাঁধ নিয়ে কথাবার্তা চলছিলো। তারপর এতদিনে এই কথাবার্তা পাকা হল। মোদি সরকারের আমলে এই আন্তর্জাতিক জল চুক্তি ঘোষিত হলো। এই চুক্তির মাধ্যমে নয়াদিল্লি কাবুলের মানুষকে পানীয় জল দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বুধবার মোদির সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে বিষয়টি আলোচনা করেন। তিনি বলেন, "আমাদের ৫ লক্ষ্য প্রতিষেধক দোষ দেওয়ার যে সিদ্ধান্ত আপনি গ্রহণ করেছেন তার থেকে ভালো এই পরিস্থিতিতে আমাদের জন্য আর কিছু হয়না।"
এই প্রশংসার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বললেন, "ভারত এবং আফগানিস্তানের উভয় দেশ হিংসামুক্ত পরিবেশ চাইছে। আফগানিস্তানে ক্রমাগত হিংসার পরিমাণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আমরা কাবুলের পাশে রয়েছি।" যদিও এই নদী বাঁধ নিয়ে বেঁকে বসেছে ইসলামাবাদ। যদিও পাকিস্তানের কোন কথায় কান দিতে চাইছে না ভারত। তবে এটুকু স্পষ্ট যে, যদি কাবুল নদীর উপরে এই বাঁধ নির্মাণে ভারত উদ্যোগী হয় তাহলে ইসলামাবাদ বাধ সাধতে পারে।