কৃষক আন্দোলনকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে কেন্দ্রে। এবার তার প্রভাব যাচ্ছে আন্তর্জাতিক স্তরে। কিছুদিন আগেই কৃষক আন্দোলনকে নিয়ে টুইট করেছিলেন গ্রেটা থুনবার্গ। অবশ্য সেই জন্য আজ বৃহস্পতিবার দিল্লি পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। যদিও তার কিছুক্ষণের মধ্যেই পাল্টা টুইট করেন গ্রেটা থুনবার্গ। তিনি টুইটারে স্পষ্ট জানিয়েছেন, "আমি কৃষকদের পাশেই আছি।" আজকের টুইটে তিনি লিখেছেন, "আমি কৃষকদের পাশেই আছি। তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে আমি সমর্থন করি। কোন বিদ্বেষ, হুমকি বা মানবাধিকার লংঘন আমার মতকে বদলাতে পারবে না।" টুইটের শেষে তিনি "#ফারমার্সপ্রটেস্ট" লেখেন।
প্রসঙ্গত গত মঙ্গলবার রাতে গ্রেটা থুনবার্গ প্রথম কৃষক আন্দোলন নিয়ে টুইট করেছিলেন। তার ঠিক আগেই এই বিষয়ে সরব হয়েছিলেন পপ গায়িকা রিহানা। এছাড়াও এই বিষয় নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল পর্ণ স্টার মিয়া খালিফাকে। তাদের টুইট ভারতীয় কৃষক আন্দোলনকে আন্তর্জাতিক স্তরে দ্বন্দ্বের বিষয় করে তুলেছে। তারপর থেকে চলছে টুইট ও পাল্টা টুইটের লড়াই। এরই মধ্যে এক বিজেপি নেতা ও বিদেশমন্ত্রক জানিয়েছেন, "এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে স্বার্থান্বেষী কিছু দল বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার ঘৃণ্য চেষ্টা করছে।"