ফ্লোরিডায় ফাইজার টিকাগ্রহণের ষোল দিনেই মস্তিষ্কের রক্তপাত সংক্রান্ত সমস্যায় মৃত্যু হল বছর ছাপ্পান্নর এক অবস্টেট্রিশিয়ন ও গায়নোকোলজিস্ট ড.গ্রেগরি মাইকেলের। তাঁর স্ত্রী হেডি নেকেলম্যান একটি পোস্ট মারফত এই মর্মান্তিক মৃত্যুর বিবরণ দিয়েছেন। তবে কি ফাইজারের পার্শ্বপ্রতিক্রিয়াতেই মৃত্যু? স্বভাবতই প্রশ্ন উঠেছে এবং তদন্তও শুরু হয়েছে।
আশ্চর্যজনকভাবে টিকা গ্রহণের দিনকয়েকের মধ্যেই রক্ততঞ্চণের সমস্যা যা ডাক্তরি পরিভাষায় অ্যাকিউট ইমিউনো থ্রম্বোসাইটোপেনিয়া শুরু হয় মাইকেলের। স্ত্রী হেডির পোস্ট অনুযায়ী ভ্যাকসিনেশনের পরই ডাক্তারের শরীর লাল লাল দাগে ভরে যায় যার জেরে রক্তপরীক্ষা করালে প্লেটলেটশূণ্যতা ধরা পড়ে। তড়িডড়ি তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করানো হয় কিন্তু শেষরক্ষা হলনা। ফাইজারের পক্ষ থেকে জানানো হয়েছে টীকার সাথে এর আদৌ কোনো যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। আমেরিকায় এখনো পর্যন্ত ৯ মিলিয়ন ফাইজার টিকাগ্রহণকারীর মধ্যে মাত্র ঊনত্রিশ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে যা অত্যন্ত স্বল্পমাত্রায় ও নিরাময়সাপেক্ষ। তবে কীভাবে একজন সম্পূর্ণ সুস্থ ও সচল ডাক্তারছর এই অস্বাভাবিক মৃত্যু? বিষ্মিত হয়েছেন আমজনতা থেকে চিকিৎসকমহল। সম্পূর্ণ বিষয়টির তদন্ত চলছে।