তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পর মর্ডানার করোনা প্রতিরোধের সম্ভাব্য টিকা কার্যকরী হয়েছে ৯৪.৫ শতাংশ। মর্ডানার এই টিকা প্রায় ৩০,০০০ জন স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হয়েছে। এই ট্রায়ালে অংশগ্রহণকারী প্রায় ৯৫ জন করোনা আক্রান্তের ওপর এই টিকা প্রয়োগের মাধ্যমে গবেষণা প্রকাশ করেছে এই মার্কিন সংস্থা। যেসব স্বেচ্ছাসেবক দের প্লাসবো বা টিকা দেওয়া হয় তাদের মধ্যে প্রায় পাঁচজনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। যেসব মানুষের করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি সেরকম ৯৫ জন মানুষকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের বয়স ৬৫ এর কাছাকাছি বা তার বেশি। বিভিন্ন জনগোষ্ঠীর মানুষও ছিলেন। এবং ৯৫ জনের মধ্যে ১১ জনের শারীরিক অবস্থা খারাপ থাকায় তাদের শরীরে প্লাসবো দেওয়া হয়।
মার্কিন সংস্থার সিইও স্টিফেন ব্যানসেল জানান, তৃতীয় পর্যায়ের পর এটা পরিষ্কার যে তাঁদের টিকা করোনা প্রতিরোধে সক্ষম। অন্যদিকে মর্ডানার প্রেসিডেন্ট স্টিফেন হগের গলায় ঝরে পড়ছে আত্মবিশ্বাস। তিনি জানান, করোনাকে রুখতে তাঁদের কাছে খুব শীঘ্রই আসতে চলেছে টিকা।