বি.১.৬১৭ নামক করোনাভাইরাসের এই নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের ৭৭জন বাসিন্দা। ব্রিটেনের দাবি, এই স্ট্রেন প্রথমবার আবিষ্কার হয়েছিল ভারতে। ফলে ভারতের এই স্ট্রেন নিয়ে বেশ কিছুটা চিন্তিত ব্রিটিশ প্রশাসন। গ্রেট ব্রিটেন দাবি করেছে, অবিলম্বে ভারতকে বিপজ্জনক তালিকাভুক্ত করা হোক করোনাভাইরাসের সংক্রমনের ক্ষেত্রে। ভারতের সংক্রমণের হার মারাত্মকভাবে বেড়ে চলেছে দিন প্রতিদিন। পাশাপাশি ভারতে টিকাকরণের হার অত্যন্ত কম এবং এই কারণে ভারতে করোনাভাইরাস লাগামছাড়া ভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে যদি ভারতকে বিপজ্জনক তালিকাভুক্ত করা হয় তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই বরিস জনসনের এই সফর কিছুটা কাটছাঁট হয়ে গিয়েছে। আগে কথা ছিল বরিস জনসন যাবেন পুনে এবং দিল্লি। কিন্তু এইবারে পুনেকে বাদ দিয়ে তার সফরে রাখা হয়েছে শুধুমাত্র দিল্লিকে।
ব্রিটেনের একজন স্বনামধন্য সাংবাদিক টুইটারে ব্যাখ্যা করেছেন, "প্রধানমন্ত্রী ভারতকে বিপদজনক তালিকাভুক্ত করতে চান না, কারণ তাহলে তার ভারত সফর বাতিল করতে হবে। সেক্ষেত্রে ব্রিটেনের আগে ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বৈঠকে বসার সুযোগ পেয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন।" পাবলিক হেলথ ইংল্যান্ডের পক্ষ থেকে জানানো একটি রিপোর্টে দেখা যাচ্ছে ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে বি.১.৬১৭ ভাইরাসে আক্রান্ত ৭৭ জন রয়েছেন ব্রিটেনে। কিছু বিজ্ঞানী জানাচ্ছেন, এই নতুন স্ট্রেন আবার একটু অত্যধিক বেশি সংক্রামক। এই কারণে, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার স্ট্রেন যেভাবে ভ্যাকসিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল সেভাবে হয়তো ভারতের স্ট্রেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.