পুজো শেষেই সুসংবাদ পেল ব্রিটেন বাসী। অক্সফোর্ডের করোনার টিকা প্রয়োগ করা হবে আগামী ২রা নভেম্বর থেকেই। লন্ডনে প্রথম সারির কিছু হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর যে হাসপাতালগুলিকে নির্দিষ্ট তারিখ বলে দেওয়া হয়েছে এবং সেই তারিখ অনুযায়ী তৈরি থাকতে বলা হয়েছে হাসপাতাল গুলিকে।


অক্সফোর্ড ও ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যেগে এই টিকা তৈরি করা হয়েছে। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল অর্থাৎ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করার চূড়ান্ত পর্যায়ে এই টিকা রয়েছে। এপ্রিল মাসেই অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের টিকার লাইসেন্স পায়।