বর্তমান আধুনিক দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় পটু অধিকাংশই। কাজেই ব্যবহারকারীদের সুরক্ষা দিতে সর্বদাই এগিয়ে থাকে মেটা সংস্থা WhatsApp। সর্বদাই ইউজারদের তথ্য সুরক্ষিত রাখতে নানান পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে WhatsApp। আগেই চালু হয়েছিল এন্ড টু এন্ড এনক্রিপশন। ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই এই ব্যবস্থা। পরবর্তীতে এসেছে চ্যাট লক ফিচার। শুধু তাই নয়, রয়েছে টাকা আদান-প্রদানের ব্যবস্থাও।
শোনা যাচ্ছে, এবার হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে ই-মেল ভেরিফিকেশন। অর্থাৎ ব্যবহারকারীকে ই-মেলের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এতে আরও তথ্য সুরক্ষিত থাকবে বলে শোনা গেলেও, কেউ চাইলে ই-মেল ভেরিফিকেশন নাও করতে পারেন। এটি বাধ্যতামূলক নয়।
তবে গোপনীয়তা ও নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ হোয়াটসঅ্যাপ সংস্থার।