আসন্ন ২৭ আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। আফগানিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে এবারের ম্যাচ। ৩০ আগস্ট বাংলাদেশ প্রথম মাঠে নামবে। গ্রুপে রয়েছে শ্রীলঙ্কাও। বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে শ্রীধরণ শ্রীরামকে। অক্টোবরে আবার অস্ট্রেলিয়ায় বসবে টি২০ র আসর। তখনও শ্রীরামের তত্বাবধানেই খেলবে দল।
বিসিবির ডিরেক্টর জানিয়েছেন, "আমরা নতুন মনোভাব নিয়ে নতুন করে যাত্রা শুরু করব। তাই এশিয়া কাপ থেকে নতুন কোচের ভাবনা। আমাদের লক্ষ্য যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ (World T-20), তাই সেই সময় নতুন কোচ এলে দলের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। সেই জন্যই এশিয়া কাপের আগে তাঁকে নিয়ে আসা হচ্ছে। অনেকে অবশ্য বলছেন, এশিয়া কাপের আর একেবারেই দেরি নেই। কিন্তু আমাদের আসল ফোকাস টি-২০ বিশ্বকাপই।"
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত চারবছর ভারতের জার্সিতে মোট ৮ টি ওয়ানডে খেলেছিলেন শ্রীরাম। কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। অস্ট্রেলিয়া দলের সহকারী ও স্পিন-বোলিং কোচ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। ভারতের সহকারী কোচও ছিলেন। তাই গুরুদায়িত্ব দেওয়া হল শ্রীরামের কাঁধেই।