২৭ এপ্রিল, ২০২৪
খেলা

সৌরভ থেকে রোহিত, বিরাটের পদত্যাগে কি প্রতিক্রিয়া ক্রিকেট তারকাদের?

রোহিত শর্মা যদিও অনেকক্ষণ পরে টুইট করে তাকে অভিনন্দন জানিয়েছেন
virat kohli chennai Bengali News
বিরাট কোহলি twitter@icc
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৭:৩১

গতকাল একটি ঘোষণার মাধ্যমে বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, তিনি আর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক থাকতে চাইছেন না। অধিনায়কত্ব ছাড়ার পরেই কৌতূহল ছিল রোহিত শর্মা কি বলেন সেটা নিয়ে। অবশেষে কোহলির টুইটের প্রায় ১৬ ঘন্টা পরে নিজে প্রতিক্রিয়া জানালেন রোহিত শর্মা। রোহিত শর্মা বললেন, তিনি বিস্মিত! নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়ে রোহিত শর্মা লিখলেন, 'আমি বিস্মিত!! ভারতীয় অধিনায়ক হিসেবে সাফল্যের জন্য অভিনন্দন।'

টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে বর্তমানে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাই যদি সব কিছু ঠিক থাকে তাহলে রোহিত শর্মা এবার হতে চলেছেন ভারতের সমস্ত ফরম্যাটের অধিনায়ক। তাই কৌতূহল ছিল সকলের মনেই, রোহিত শর্মা কী বলেন তাই নিয়ে। তবে দুজনে যাই বলুন না কেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলির সম্পর্ক যে খুব একটা ভালো নয় সেটা মোটামুটি বোঝা যায়। বারংবার নানারকম ঘটনায় এই নিয়ে একাধিক জলঘোলা হয়েছে। এ সব থেকে বড় উদাহরণ হল চোটের জন্য রোহিতের দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে যাওয়া।

আসল ব্যাপারটি হলো দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে মুম্বাই ক্রিকেট সংস্থার একাডেমিতে অনুশীলন করতে ব্যস্ত ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। থ্রো ডাউন বিশেষজ্ঞ রোগের একটি বল আচমকা লাফিয়ে গিয়ে রোহিত শর্মার গ্লাভসে লাগে। সেই সময় ঠিকঠাক হয়ে গেলেও পরবর্তীকালে আবার তার ব্যথা বৃদ্ধি পাওয়ায় শেষ পর্যন্ত সিরিজ থেকে থেকে বাদ দেওয়া হয়। অন্যদিকে বোর্ড এর তরফ থেকে বিবৃতিতে জানানো হয়, রোহিত শর্মার নাকি হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে, তাই তিনি দক্ষিণ আফ্রিকায় যেতে পারছেন না। ঠিক তার কয়েকদিন আগেই একদিনের ক্রিকেটে কোহলিকে অধিনায়ক পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তারপরেই রোহিত শর্মার এই চোট নিয়ে প্রশ্ন উঠেছিল ভারতের ক্রিকেট ভক্তদের মনে। প্রশ্ন উঠেছিল, রোহিত কি তাহলে কোহলির সঙ্গে খেলতে চাইছেন না?

তবে কোহলি এবং রোহিত যাই বলুন না কেন, তাদের দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। কোহলির টেস্ট অধিনায়কত্ব থেকে সরে যাবার পর দীর্ঘক্ষন কেটে গেলেও রোহিতের মুখে কোন কথা শোনা যায়নি। দক্ষিণ আফ্রিকায় বসে কোহলির অন্য কয়েকজন সতীর্থ টুইট করেছেন তার জন্য। লোকেশ রাহুল লিখছেন, 'তুমি সব অর্থেই নেতা। তুমি ভারতের জন্য যা করেছ, তার জন্য কোন ধন্যবাদ যথেষ্ট নয়। তুমি আমাকে অধিনায়ক।'

অন্যদিকে জসপৃত বুমরা লিখছেন, 'একাগ্রতা, অন্তর্দৃষ্টি এবং পরিপূর্ণতা। অধিনায়ক হিসেবে তোমার অবদান অমূল্য। তুমি সত্যি কারের একজন বিরাট নেতা। তোমার অধিনায়কত্ব থেকে খেলা উপভোগ করেছি।' ইশান্ত শর্মা লিখছেন, 'সেই ছোটবেলা থেকে মাঠে এবং মাঠের বাইরে তোমার সঙ্গে যে স্মৃতি গুলো রয়েছে, তার জন্য ধন্যবাদ। দুজনের কেউ ভাবেনি তুমি একদিন আমার অধিনায়ক হবে এবং আমি দেশের হয়ে ১০০ টেস্ট খেলে ফেলবো। আমি শুধুমাত্র হৃদয় নিয়ে ক্রিকেট টা খেলেছি। বাকিটা হয়ে গিয়েছে। আমার এখনো স্পষ্ট মনে আছে, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তুমি বলেছিলে এবার এইসব দেশে সিরিজ জেতার সময় হয়েছে। সেই সিরিজ আমরা জিততে না পারলেও অস্ট্রেলিয়ায় গিয়ে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছি। ২০১৭-১৮ সালে আমরা লড়াই করে ইংল্যান্ডে গিয়ে তাদেরকে টক্কর দিয়েছিলাম। আমাদের হারতে হলেও, আমরা জানি দল হিসেবে আমরা কতটা লড়াই করেছিলাম।'

মোহাম্মদ সামি লিখছেন, 'অধিনায়কত্ব বলতে যা বোঝায়, তুমি তাই। তুমি বিদেশে দলকে জিততে শিখিয়েছো। ভারতের অধিনায়ক হিসেবে যা যা করেছ, তার জন্য অভিনন্দন। এবারে ব্যাট হাতে তোমার থেকে আরো অনেক কিছু দেখতে চাই।' হনুমা বিহারি লিখছেন, 'সবকিছুর জন্য ধন্যবাদ অধিনায়ক।' মায়ানক আগারওয়াল লিখছেন, 'অধিনায়ক হিসেবে দুর্দান্ত বছরগুলোর জন্য অভিনন্দন। তোমার অধিনায়কত্বে খেলা সম্মানের। দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছো তুমি। সবার মধ্যে জেতার মানসিকতা ঢুকিয়ে দিয়েছে। খেলার প্রতি তোমার ভালোবাসা আমাদের কাছে অনুপ্রেরণা। ধন্যবাদ অধিনায়ক।'

এমনকি সৌরভ গাঙ্গুলী পর্যন্ত টুইট করে গতকাল লিখলেন, 'বিরাট এর নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটে দ্রুত উন্নতি করেছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে ও গুরুত্বপূর্ণ সদস্য হবে। ও দারুন একজন ক্রিকেটার। ওয়েল ডান।' জয় শাহ লিখলেন, 'টেস্ট অধিনায়ক হিসেবে দারুণ সময় কাটাল বিরাট কোহলি। ও গোটা দলকে প্রচন্ড ফিট করে তুলেছে। দেশে এবং বিদেশে দুর্দান্ত খেলেছে দল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের টেস্ট অবশ্যই আলাদা আনন্দের।' বোর্ডের তরফ থেকে একই সময়ে টুইট করে জানানো হয়, 'অধিনায়ক হিসেবে টেস্ট দলকে অন্য উচ্চতা নিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলিকে ধন্যবাদ। ৬৮ টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৪০ টি টেস্টে জিতেছে বিরাট কোহলি। দেশের সবথেকে সফল টেস্ট অধিনায়ক কোহলি।'

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২০ ফেব্রুয়ারি

পুত্র সন্তানের জন্ম দিলেন অনুস্কা শর্মা

Virat Anushka
১ অক্টোবর

বলিউডের চর্চিত এই দম্পতির প্রথম সন্তান তথা ভামিকার বয়স ২ বছর

Virat Anushka
৮ আগস্ট

বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি

Sunil Chhetri wife
৪ মার্চ

আপাতত সেই ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Anushka virat 1
২১ নভেম্বর

সম্প্রতি উত্তরাখণ্ডের এক আশ্রমে দেখা গিয়েছে বিরুষ্কাকে

Virat Anushka
২১ অক্টোবর

আজ সারাদিন ‘চাকদহ এক্সপ্রেস’-এর শুটিংয়ের জন্য ইডেন গার্ডেন্স থেকে হাওড়ার আন্দুল রাজবাড়ি- ছুটে বেড়িয়েছেন অনুষ্কা শর্মা

Anushka virat 1
৪ সেপ্টেম্বর

আজকের ম্যাচে ভারতের হতাশাজনক বোলিংয়ের কারণেই জিতল পাকিস্তান

Pakistan vs india 2nd round asia cup
৪ সেপ্টেম্বর

রবীন্দ্র জাদেজার পাশাপাশি ভারতীয় জোরে বোলার আবেশ খানও চোটের কারণে ছিটকে গিয়েছেন এশিয়া কাপ থেকে

India Pakistan cricket
৩ সেপ্টেম্বর

গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইয়ের আলিবাগে ৮ একর জমি কিনেছেন বিরাট-অনুষ্কা

Anushka virat gallery
৩ সেপ্টেম্বর

নিজের নামের পাশে ২৩ টি গ্রান্ড স্ল্যাম, ৬ বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন, তিনি তো টেনিস দুনিয়ার বিস্ময়

Serena Williams
২ সেপ্টেম্বর

চৌবের প্রথম কাজ অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের তদারকি করা

Kalyan chaubey
৩০ আগস্ট

মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব থেকে প্রেস কনফারেন্সে এই বক্তৃতা রাখেন তিনি

Bhaichung bhutia
২৯ আগস্ট

আজকের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলো রোহিত শর্মার ভারত

India vs Pakistan asia cup 2022