হাতে আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসের শেষেই ভবানীপুরে নির্বাচন। আর তার আগে বুধবার একবালপুরে নির্বাচনী সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে বিজেপিকে দেশ ছাড়া করার ডাক দিলেন তিনি। তাই এদিন মুখ্যমন্ত্রী বলেন, "বৃষ্টি হল আর ভাবলেন, দিদিতো জিতবেই আর যাওয়া লাগবে না ভোট দিতে। রক্ষা করুন, এমন কথা বলবে না। ঝড় হোক, বৃষ্টি হোক আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের একটা ভোট আমার জন্য খুব জরুরি। নয়তো মুখ্যমন্ত্রী অন্য কেউ হবেন। আপনাদের এক একটা ভোট দাঙ্গাবাজদের থেকে বাংলাকে বাঁচাবে।"
ভবানীপুরের মানুষদের উদ্দেশ্যে মমতার কথা, "এই এলাকায় সকল মানুষ একসঙ্গে থাকে। ধর্ম নিয়ে দাঙ্গা নেই। পুজো হোক ঈদ হোক সব পালন হয়। তাই মনে রাখবেন মোহাব্বত জোড়া ফুলকে সাথ হোতা হ্যায়, বিজেপিকে সাথ নেহি। আমি চাই আপনাদের এলাকায় গরীব মানুষদের জন্য বাড়ি ঠিক করা। আমি বলেছিলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব, মাত্র চার মাসের করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কৃষক প্রকল্প সব চলছে। আমি কথা রেখেছি।"
এরপরই তৃণমূল সুপ্রিমো হুংকার ছাড়েন, “তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।”
এই উপ-নির্বাচন জাতীয় রাজনীতির কতটা তাৎপর্যপূর্ণ, তা নিজের কথায় পরিষ্কার করে দেন তৃণমূল নেত্রী। জনসভা থেকে বলেন, "এই ভবানীপুরের নির্বাচন আমাদের পথ দেখাবে। এখানে জিতে আমরা প্রার্থী দেব ত্রিপুরা-সহ বিভিন্ন জায়গায়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লড়ব। BJP-কে দেশছাড়া করব। আপনাদের এক একটা ভোট দাঙ্গাবাজদের থেকে বাংলাকে বাঁচাবে। আমাকে জেতাতে আপনাদের ভোট দিতেই হবে। আর আমি মুখ্যমন্ত্রী না হলে বিজেপির বিরুদ্ধে কে আন্দোলন করবে? কে এনআরসি, সিএএ নিয়ে লড়বে? তাই আমাকে ভোট দিন। ফের মুখ্যমন্ত্রী করুন। আপনাদের একটা ভোটও আমার কাছে গুরুত্বপূর্ণ।"