করোনার কারণে বাইরে বেরোতে ভয় পাচ্ছেন? কিন্তু কালী পুজোর খিচুড়ি-লুচির ভোগ পেতে তো পুজো মণ্ডপে যেতেই হবে! ভূত চতুর্দশীর ১৪ শাক? আদেও পাবেন তো বাজারে গিয়ে? এই রে! ভাইফোঁটার গিফট্ও তো কেনা হয়নি এখনও! কি হবে এইবার? সবদিকটা সামলাবেন কিভাবে?
বিহারের ভোটের রেজাল্ট বাংলায় প্রভাব ফেলবে না বলে আশাবাদী বিমান
হিমাচলপ্রদেশের এক গেস্ট হাউসে মৃত্যু, তদন্তে পুলিশ
চারদিনে মঞ্চ সফল এবং সিনেমা হিসেবেও জনপ্রিয় চারটি নাটক দেখানো হবে এই অনুষ্ঠানে।
মুশকিল আসান করতে হাজির পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দফতর। ওয়েস্টবেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনে (CADC)-র নম্বরে ফোন করে অর্ডার দিয়ে দিন। ১৪ শাক থেকে শুরু করে ভোগের লুচি-খিচুড়ি হয়ে ভাইফোঁটার গিফট্— সবটাই আপনার বাড়িতে পৌঁছে দেবে পঞ্চায়েত দফতর। যাবতীয় বিষয়ে বুকিং করার শেষদিন ১৩ নভেম্বর। ভোগের ‘ডিশ’-এর দাম ধার্য হয়েছে ৩০০ টাকা, ভাইফোঁটার গিফট্ প্যাক ২২০ টাকা এবং ১৪ শাক ও ১৪ প্রদীপের কম্বো প্যাক পাওয়া যাচ্ছে ৯০ টাকায়।