বাংলায় গণতন্ত্র বাঁচানোর পাশাপাশি এবারে ২০২২ এর পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে আরো একটি গুরুদায়িত্ব এসে পড়ল প্রশান্ত কিশোরের কাঁধে। বাংলা নির্বাচনে তৃণমূলের ভোট কৌশলী এবারে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন। অমরিন্দর সিং লিখেছেন, "আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রশান্ত কিশোরকে প্রধান উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। আমরা পাঞ্জাবের মানুষের জন্য একসাথে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।"
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০১৭ বিধানসভা নির্বাচনে অমরিন্দর সিং এর নির্বাচনী প্রচার এর মূল দায়িত্ব ছিল প্রশান্ত কিশোরের কাধে। কিন্তু পরবর্তীতে, প্রশান্ত কিশোরের রীতিনীতি খুব একটা পছন্দ হলো না অমরিন্দর সিং এর। তার আগে উত্তর প্রদেশ কংগ্রেস এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সমস্যা হয়েছিল প্রশান্ত কিশোরের। তাই সেই সময় প্রশান্ত কিশোরের ঠিক করা সমস্ত অনুষ্ঠান ক্যানসেল করে দেন অমরেন্দ্র সিং। তার পরেও কংগ্রেস পাঞ্জাবের ক্ষমতায় আসে। তবে সেই সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং প্রশান্ত কিশোর কে জয় এর সমস্ত কৃতিত্ব দেন। কিন্তু তারপরেও সম্পর্কের ফাটল কিন্তু মেটাতে পারেনি তারা।
এরপর ২০২০ সালে অমর সিং এর সঙ্গে মনোমালিন্য হয় প্রশান্ত কিশোরের। তখন তিনি সাফ জানিয়ে দেন, যদি তার কাছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসে তাহলেই তিনি কংগ্রেসের সঙ্গে আবার কাজ করবেন। তবে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, তাতে কংগ্রেস এমন একটা দল যারা বিজেপি বিরোধী। এবং বর্তমানে বিজেপি কে প্রতিহত করার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিরোধী দলের। বিজেপির সঙ্গে বিরোধিতা করার পর নীতীশ কুমারের সঙ্গ ত্যাগ করা প্রশান্ত এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন বলে মনে করা হচ্ছে। এই কারণে তিনি পাঞ্জাবের বৃহত্তর স্বার্থের কারণে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন।