পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে একটি অভিনব কর্মসূচি আয়োজন করল তৃণমূল কংগ্রেস। এবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন একেবারে সামনে দিয়ে নেতৃত্ব দেবেন বলে জানা গেল। তিনি বৃহস্পতিবার ইলেকট্রিক স্কুটার করে নবান্নে যাবেন। ভোটের আগে পেট্রোল ডিজেল সহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের দাম ধীরে ধীরে বেড়েই চলেছে। পেট্রোল একেবারে লাগামছাড়া দামে চলে গেছে।তাই এই পরিস্থিতিতে পেট্রোল এবং অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের দাম কমানো নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে নিজের হাতে ব্যাটন তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে ইলেকট্রিক স্কুটি করে হাজরা থেকে নবান্ন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী মমতা ব্যানার্জিকে ইলেক্ট্রিক স্কুটি এর পিছনের সিটে বসিয়ে স্কুটি চালাবেন ফিরহাদ হাকিম।অন্যদিকে বৃহস্পতিবার রাজ্যে বিজেপির সর্বভারতীয় কর্মসূচির জেপি নড্ডার ঢালা কর্মসূচি রয়েছে। তার মধ্যে এই অভিনব কর্মসূচি মানুষের নজর কেড়ে নিতে সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই তৃণমূল যাদবপুর থেকে যদুবাবুর বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেছেন আগেই।