অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। বেরোনোর সময় দেখা গেল তিনি হুইল চেয়ারে বসে আছেন। মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণ আগে এসএসকেএমের চিকিৎসকরা জানিয়েছেন, তার গোড়ালির ব্যথা বেশ কিছুটা কমেছে এবং পায়ের প্লাস্টার করা আছে। তাকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা মানতে চাননি। মমতার অনুরোধে তাকে ছুটি দেওয়া হয়েছে। যদিও চিকিৎসকরা কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে আগামী এক সপ্তাহের মধ্যে আরও একবার চেকআপ করাতে আসতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সব নিয়ম মেনে চলবেন।
তবে প্লাস্টার পরা অবস্থায় আমরা মুখ্যমন্ত্রীকে দেখতে পাবো একটি বিশেষ ধরনের জুতো পরে হাঁটাচলা করতে। সেই জুতো পরে তিনি হাসপাতাল থেকে বের হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে এসএসকেএম হাসপাতালে বিছানা থেকে একটি ভিডিও বার্তায় তিনি সকলকে জানিয়েছিলেন তিনি রাজনৈতিক কাজকর্মে আবারও ফিরতে চান। তিনি প্রয়োজনে হুইল চেয়ার ব্যবহার করবেন। তবে আগামী কয়েকদিন তাকে সমস্ত রকম রাজনৈতিক কার্যকলাপ বন্ধ রাখতে হবে। সেই কয়েকদিন তিনি বাড়িতে থেকে চিকিৎসা করাবেন। সে ক্ষেত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে আবার রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছেন।