কখনও দলের বিরুদ্ধে গিয়ে কখনও দলের ভালো চেয়ে, বারংবার বিতর্কে (Political News) জড়িয়েছেন বিজেপি নেতা (BJP Leader) তথাগত রায় (Tathagata Roy)। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরেও একাধিকবার দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) সঙ্গে বৈঠকে বসে, তাঁকে নির্দেশ দিয়েছিলেন, কীভাবে বিজেপির (BJP) ভাঙন রোধ করা সম্ভব।
দিন কয়েক আগেই দিলীপ ঘোষের উপর ক্ষোভ উগড়ে তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বারমুডা' পরতে বলায় দলের অনেক ক্ষতি হয়েছে। এমনকি গতকালই দিলীপ ঘোষের ভুল ইংরেজি নিয়েও বিতর্কে জড়িয়েছেন তথাগত রায়। তবে এবারই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি দিলীপ ঘোষকে।
তবে এবার পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, দলীয় কর্মীদের আচরণে যদি তথাগতর খারাপ লেগে থাকে তাহলে তিনি দল ছেড়ে দিতে পারেন। এদিন মর্নিং ওয়ার্কের সময় এক সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হলে দিলীপবাবু সাফ জানিয়ে দেন, তথাগত দলে থেকে দলেরই ক্ষতি করছেন। কোনওদিনই তিনি দলের জন্য কিছু করেননি। বরং দল তাঁকে অনেক কিছু দিয়েছে।
দিলীপ ঘোষের সাফ কথা, "লজ্জা লাগলে দল ছেড়ে চলে যান।"