একুশে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সারদাকাণ্ডে জট খুলছে ইডি দপ্তর। কিছুদিন আগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে তলব করার পর আজ অর্থাৎ শুক্রবার ইডি-র সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে। ইতিমধ্যেই মদন মিত্র ইডি দপ্তরে গিয়ে হাজির হয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, ইডি মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী মদন মিত্রের বিরুদ্ধে তদন্ত করছে। তাকে আজকে টাকা সাইফনিং এর অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে। এই বিষয়ে মদন মিত্র সংবাদমাধ্যমের সামনে বলেছেন, "আমাকে এর আগেও যখন ডেকেছে তখন আমি এসেছি। ফের আজ ডেকেছে। যা জিজ্ঞাসা করবে তা জানিয়ে দেবো। আমার কোন অসুবিধা নেই। সেন্ট্রাল এজেন্সি মনে করেছে তাই ডেকেছে। এতে কিছু বলার নেই।" প্রসঙ্গত উল্লেখ্য, মদন মিত্রকে এরআগে সিবিআই সারদাকাণ্ডের জেরেই গ্রেপ্তার করেছিল।
অন্যদিকে, সারদাকাণ্ড তদন্তে এবারের নাম উঠে এসেছে রাজ্যের সুরক্ষা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের। ইডি আগামী ২৫ মার্চ সুরজিৎকে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে তলব করেছে। আসলে সারদাকাণ্ডে টাকা শেষপর্যন্ত কোথায় পৌঁছেছে তা খতিয়ে দেখছে ইডি। সেই সূত্রে টাকা হাতবদল হয়েছে নাকি তদন্ত করতে গিয়ে ইডি-র হাতে উঠে এসেছে একটি সিডি যাতে সারদার একটি অনুষ্ঠানে হাজির থাকতে দেখা গিয়েছে সুরজিৎ কর পুরকায়স্থকে। তাই সেই অনুষ্ঠানে কেন তিনি ছিলেন তা জানতে চায় তদন্তকারী কমিটি।