পানীয় জলে বিষক্রিয়ায় কলকাতার ৭৩ নম্বর ওয়ার্ডে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৩। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। এই মুহূর্তে পুর কতৃপক্ষ এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়ে আসছে। এছাড়াও বিষক্রিয়ার কারণ জানতে ইতিমধ্যেই জলের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। নির্বাচনের আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ওয়ার্ডে এমন ঘটনা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে।
জানা গিয়েছে, কলকাতার ভবানীপুর কেন্দ্রে ৭৩ নম্বর ওয়ার্ডে পানীয় জলে বিষক্রিয়া হয়েছে। আর তাতে সোমবার মৃত্যু হয়েছিল একজনের। তারপর আজ অর্থাৎ মঙ্গলবার আরও দুজনের মৃত্যু হয়। এছাড়াও ওই জল খেয়ে সংশোধনাগারের চারজন বন্দি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া মৃত্যু হয়েছে আরুশী কুমারী নামক এক শিশুর। তার শিবরাত্রির পরেরদিন বমি ও পেট ব্যথা করলে তাকে চিত্তরঞ্জন শিশু সদনে ভর্তি করা হয়। কিন্তু সোমবার রাতেই তার মৃত্যু হয়। এছাড়াও এলাকার ৫-৬ জন শিশু এখন গুরুতর অসুস্থ। এই মুহূর্তে পুরসভা তাদের স্পেশাল টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছে। তারা জলের নমুনা সংগ্রহ করেছে এবং পরীক্ষা করতে পাঠিয়েছে। সেই রিপোর্ট আসছে দুদিন সময় লাগবে। তবে তার আগেই পৌরসভা তরফে জানানো হয়েছে, "জলের পাইপের সাথে নিকাশি নালা মিশে যাওয়ায় জলে বিষক্রিয়া হয়েছে। তবে সেই লাইন ইতিমধ্যেই মেরামত করে দেওয়া হয়েছে।"