খাস কলকাতার বুকে গঙ্গার ধারে নিয়ে গিয়ে নিজের বাবাকে নৃশংসভাবে খুন করল মেয়ে। ঘটনাটি সম্পূর্ণ সিসিটিভিতে রেকর্ড হয়েছে। ভিডিওটি দেখে গা শিউরে ওঠার মত। জানা গিয়েছে, উত্তর বন্দর থানার চাঁদপাল জেটি এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি ট্যাংরার ক্রিস্টোফার রোডের বাসিন্দা। অনেক বছর আগেই স্ত্রী মারা গিয়েছে ব্যক্তির। সংসারে ছিল বাবা ও মেয়ে। কিন্তু হঠাৎ করে বাবাকে কেন খুন করল মেয়ে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি রোজ মদ খেয়ে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত। তাই সহ্য না করতে পেরে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মেয়েটি।


মেয়ে পিয়ালী পুলিশকে জানিয়েছে, "ডিনারে নিয়ে যাওয়ার বাহানায় বাবাকে বাড়ি থেকে বের করি। তারপর খাওয়াদাওয়া শেষ করে মদ্যপান করে ওই ব্যক্তি। নেশা হয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে চাঁদপাল ঘাটে নিয়ে যায়। তারপর নেশা বাড়লে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দি।" দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করার পর এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মেয়েটি। কিন্তু সিসিটিভির জন্য শেষরক্ষা আর হয়নি।