একুশে নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য নবান্নে মুখ্যসচিবের সাথে বৈঠকে বসেছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে এই বৈঠক চলে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি ও রাজ্যের স্বরাষ্ট্রসচিবও। এই বৈঠকে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। কোথাও নিষ্ক্রিয় করে রাখা যাবে না তাদেরকে। রাজ্য পুলিশকে এলাকায় মোবাইল পেট্রোলিং করতে হবে। তার আগে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণের কাজ সঠিকভাবে করতে হবে। যেখানে সমস্যা হবে বলে আঁচ করা যাচ্ছে সেখানে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হবে।
এছাড়াও আজকের বৈঠকে স্বচ্ছ নির্বাচন করার প্রস্তাব উঠেছে ও এবারের বাংলা বিধানসভা নির্বাচনকে মডেল নির্বাচন হিসেবে গণ্য করার টার্গেট নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদল করার নির্দেশ দিয়েছে যে কোন রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করা যাবে না। কোথাও কোন বিষয়ে অভিযোগ এলে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে কারচুপির সম্ভাবনা আছে। সেই ব্যাপারে আগে থাকতে সর্তকতা অবলম্বন করতে হবে। অন্যদিকে, পর্যবেক্ষকদলকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে রাজ্য প্রশাসন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করায় পূর্ণ সহযোগিতা করবে।