অভিষেক ব্যানার্জীর স্ত্রী এবং শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ওরফে সিবিআই। এই নোটিশ নিয়ে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল। সেখানে গিয়ে ১০ মিনিটের জন্য বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, রবিবার বেলা পৌনে দুটো নাগাদ সিবিআইয়ের ৫ জনের একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছান। এই ঘটনার পরবর্তীতে তোলপাড় রাজ্য রাজনীতি। দিন কয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি কয়লা কাণ্ডে অন্যতম মাস্টারমাইন্ড বিনয় মিশ্রের সঙ্গে যোগাযোগ রাখেন। পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তে নেমে জানতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং শ্যালিকার ব্যাংক একাউন্টে টাকা লেনদেন হয়ে থাকে।
এই দুটি একাউন্ট যথাক্রমে লন্ডন এবং ব্যাংককের। এই মর্মে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আজকেই তাদের জিজ্ঞাসাবাদ করবে বলে খবর। বর্তমানে নিজাম প্যালেসে তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই একজন মধ্যস্থতাকারীর খোঁজ পেয়েছে সিবিআই। তিনি শ্রীরামপুরের একজন চার্টার্ড একাউন্টেন্ট। জানা যাচ্ছে, দুই একাউন্টের মধ্যে নিয়মিত কিছু না কিছু লেনদেন চলত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ইতিমধ্যে পুলিশি নিরাপত্তা জারি করা হয়েছে। সব মিলিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা নিয়ে ২১ নির্বাচনের আগে অত্যন্ত বিড়ম্বনার মধ্যে পড়েছে তৃণমূল কংগ্রেস। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে দাবি করেছিলেন, যদি তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা সম্ভব হয় তাহলে তিনি ফাঁসিকাঠে মৃত্যুবরণ করতে রাজি!