আবারও নতুন করে সংক্রমণ শুরু হলো মারন ভাইরাস Covid-19 এর। শহর কলকাতায় ব্রিটেনের নতুন করোনা স্ট্রেন মিলল আরও ৪ জনের দেহে। এছাড়াও যারা আক্রান্তদের সংস্পর্শে ছিলেন তাদের খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ। নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ফলে উদ্বেগ বেড়েছে রাজ্য প্রশাসনের। পাশাপাশি ভারত সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বর্তমানে আক্রান্তদের বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে যতজন সংক্রমিত হয়েছিলেন তার থেকে বেশি সংক্রমণ শুরু হয়েছে এই মাসে।
অন্যদিকে, মহারাষ্ট্রে করোনা ভাইরাস পরিস্থিতি অত্যন্ত সংকটজনক অবস্থায় পৌঁছে গিয়েছে। ১১ মার্চ থেকে আংশিক লকডাউন জারি করা হয়েছে অরঙ্গাবাদে। ১০ দিনের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলে মুম্বাইয়ে আংশিক লকডাউন হতে পারে। রবিবার পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ছিলেন ১১ হাজারের বেশি। কলকাতাতেও এই নতুন স্ট্রেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই তিন জনের শরীরে ব্রিটেনের করোনা স্ট্রেন এবং একজনের দেহে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন মিলেছে। তারপর নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২ জন। ফলে সেই সংখ্যা বর্তমানে বেড়ে হয়েছে ১০।