"প্রত্যেকবার ভোটের আগে এরকম একটা ফেক ভিডিও বানিয়ে ছেড়ে থাকে বিজেপির আইটি সেল"। এরকম ভাষাতেই এদিন বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা কলকাতা বন্দর এলাকার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। সোশাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বাহিনীকে গালিগালাজ করছেন। বিজেপির আইটি সেলের তরফ থেকে এই ভিডিও আপলোড করা হয়েছিল। দেবলীনার গরুর মাংস রান্না করা নিয়ে বিতর্কে জড়ানো তেজেন্দ্র সিং বাজ্ঞা এই ভিডিও আপলোড করছিলেন। সেই ভিডিওর সাফাই হিসাবে এদিন ৮০ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে ববি হাকিম বললেন, "কালকে আমি যেটা বলছি তার উল্টো করে বিজেপি ছেড়েছে। কালকে আমাকে এবং তৃণমূল কর্মীদের বিজেপির একজন লোক গালাগালি দিচ্ছিল। সেটাই আমার মুখে বসিয়ে এসব করা হয়েছে যা পুরোপুরি ফেক। এটা বিজেপির চক্রান্ত। নিজেরা গালাগালি দিয়ে আমার মুখে বসিয়ে দেওয়া হচ্ছে।"
তবে ফিরহাদ হাকিমের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বিজেপির তরফ থেকে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে বন্দর এলাকার তৃণমূল প্রার্থী ববি হাকিমকে রাজনৈতিক প্রচার থেকে ব্যান করে দেওয়ার দাবি জানানো হয়েছে। বলা হয়েছে, "ববি হাকিম কেন্দ্রীয় বাহিনী, রেল পুলিশ এবং বিজেপি কর্মীকে নিয়ে যে রকম মন্তব্য করেছেন তা অত্যন্ত হিংসাত্মক এবং রাজনীতি পরিপন্থী। গণতন্ত্রে এই রকম মন্তব্য একেবারে কাম্য নয়।" এদিন বিজেপির তরফ থেকে একটি টিম নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই ভিডিও ফুটেজ নিয়ে ববি হাকিমের বিরুদ্ধে নালিশ করেছে। এই টিমে ছিলেন স্বপন দাশগুপ্ত এবং শিশির বাজোরিয়া। দেখে নিন সেই ভাইরাল ভিডিও -