সামনে বিধানসভা ভোট, আর তার আগেই একগুচ্ছ কর্মসূচী নিয়ে সমস্ত দল। স্বাভাবিকভাবেই ভোটের আগেই বাড়ছে ভিন্ন সুরে প্রচারের হিড়িক, আর তার মাঝেই এক ধাপ এগিয়ে বাংলার শাষকদল। 'বাংলা নিজের মেয়েকেই চাই' এই স্লোগানকে সামনে রেখেই এবার ভোট বৈতরণী পার করতে চাইছে শাসক দল। এর আগে ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’ এই স্লোগানে জোয়ার এসেছিল রাজ্যে। আর তার রেশ না কাটতেই বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নতুন স্লোগান প্রকাশ্যে আনতে চলেছে তৃণমূল, এদিন দুপুরে তৃণমূল ভবনে এই নতুন স্লোগানের উদ্বোধন করেন দলের শীর্ষ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতারা।

রাজনৈতিক মতাদর্শের একাংশের মত, বাংলার নির্বাচনের আগে স্পষ্টতই বাঙালি আবেগকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। বলাবাহুল্য, এবছরের বিধানসভা নির্বাচনে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির এবং তৃণমূল। তবে বিজেপিকে 'বহিরাগত' বলে, কার্যত 'ঘরের মেয়ে' হয়ে ফের ঘরে ফিরতে চান মুখ্যমন্ত্রী। 'বাংলা নিজের মেয়েকেই চাই' এই স্লোগান সামনে এনে তৃণমূল নেতা সুব্রত বক্সি বলেন, " এটা কঠিন নির্বাচন নয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন। গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছে এই নির্বাচনের দিকে। এই স্লোগানের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছবে তৃণমূল।"
ইতিমধ্যেই ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ শীর্ষক বেশ কিছু ব্যানার পড়েছে শহর কলকাতায়। সোশ্যাল মিডিয়াতেও প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক এই স্লোগানকে সামনে রেখে প্রচার শুরু করেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী নিজেও গত সপ্তাহে রায়গঞ্জের সভা থেকে ঘোষণা করেছেন, “এই ভোটটা আমার। তাই প্রার্থী যেই হোক, আমাকে চাইলে তৃণমূলে ভোট দেবেন।”
অন্যদিকে, তৃণমূলের এই নয়া স্লোগানকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, "স্লোগান দিলেই মানুষ তাতে ছুটবে না। সরকার কোনও প্রতিশ্রুতিই রাখেনি। মেয়ের কথা ভুলেই গিয়েছে বাংলার মানুষ। স্লোগান দিয়ে নির্বাচন জেতা যায় না। মানুষ জানেন উনি কী জিনিস।"