দেশজুড়ে প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় এই সংক্রমণের হার প্রায় ৩ লাখের গণ্ডি স্পর্শ করেছে। এই মুহূর্তে প্রত্যেকটি রাজ্য করোনা টিকাকরনের প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছে। এরমধ্যে গতকাল সেরাম ইনস্টিটিউট জানিয়েছিল যে রাজ্য সরকারকে প্রতি ডোজ ভ্যাকসিন কেনার জন্য ৪০০ টাকা খরচ করতে হবে এবং বেসরকারি হাসপাতালগুলো প্রতি ডোজ ৬০০ টাকায় কিনতে পারবে। কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার এই ভ্যাকসিন ১৫০ টাকা প্রতি ডোজ দামে কেনে। এমন দাম বৈষম্যের বিরুদ্ধে গতকাল থেকে গলায় সুর তুলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার জানিয়েছে যে তারা কোনো লাভ না রেখেই ভারত সরকারের হাতে টিকা তুলে দেবে।
আজ অর্থাৎ বৃহস্পতিবার ফাইজার ভারত সরকারকে জানিয়েছে, "টিকা উৎপাদনের যা খরচ তা নিয়েই ভারত সরকারকে টিকা দিতে রাজি আমরা। আমাদের লক্ষ্য গোটা বিশ্বের সবস্তরের মানুষ যাতে টিকা পায়। তাই আমরা টিকার দামের চারটি স্তর নির্ধারণ করেছি। সেখানে উচ্চ, মধ্য, নিম্ন মধ্য নিম্ন আয়ের যুক্ত দেশের জন্য আলাদা আলাদা দাম নির্ধারণ করা হয়েছে। ভারতে ফাইজার শুধুমাত্র উৎপাদন খরচ নিয়ে তাদের টিকা বিক্রি করবে।"