৯ অক্টোবর, ২০২৪
শিক্ষা

শুধু নিজেকে ভালোবাসেন বলে খোঁচা দেয় কাছের মানুষ?

গবেষণা বলছে, পড়াশোনায় সেরা হতে সাহায্য করতে পারে এই বৈশিষ্ট্য
books - narcissism improves study habits Bengali News
প্রতীকী ছবি
srirupa-banerjee
শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: ৬ মার্চ ২০২২
শেষ আপডেট: ৬ মার্চ ২০২২ ২৩:০৫

কেবল নিজের মধ্যে ডুবে থাকা, আত্মপ্রেম তথা নার্সিসিজমের (narcissism) বাড়াবাড়ি আজকাল অনেকের মধ্যেই দেখা যায়৷ বিশেষ করে অল্পবয়সী ছেলেমেয়েরা অনেকেই আজকাল নিজেকে নিয়ে সর্বক্ষণ বুঁদ হয়ে থাকে৷ এর জন্য হামেশাই তাদের চারপাশের মানুষের বিরক্তি, সমালোচনার মুখে পড়তে হয়৷ নার্সিসিজমকে একটা বদভ্যাস হিসাবেই দেখা হয় সমাজে৷ অতিরিক্ত আত্মপ্রেম বাস্তবিকই ভালো জিনিস নয়৷ কিন্তু ইংল্যান্ডের একদল গবেষক সম্প্রতি দেখিয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে নার্সিসিজমের উপকারিতাও রয়েছে৷

অ্যান্ড্রিউ ডেনোভানের (Andrew Denovan) নেতৃত্বে একদল গবেষকের একটি সমীক্ষা রিপোর্ট গত মাসে প্রকাশিত হয়েছে ‘লার্নিং অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস’ পত্রিকায়৷ রিপোর্টটিতে দেখানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যারা একটু বেশি আত্মপ্রেমী এবং মনের জোরও যাদের একটু বেশি, ভালো রেজাল্টের জন্য পড়াশোনার সঠিক কৌশল ব্যবহারে তারা অন্যদের তুলনায় দক্ষ হয়৷

মানুষের ব্যক্তিত্ব নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করতে গিয়ে গবেষকরা যে তিনটে বৈশিষ্ট্যকে ‘ডার্ক ট্রায়াড’ বা ‘অন্ধকার ত্রয়ী’ হিসাবে চিহ্ণিত করেছেন, সেগুলো হল– নার্সিসিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম ও সাইকোপ্যাথি৷ ব্যক্তিত্ব সংক্রান্ত বিজ্ঞানে বলা হয়, নার্সিসিস্টরা নিজেদের অত্যধিক গুরুত্ব দেন, চূড়ান্ত আত্মবিশ্বাসী হন৷ অন্যদের ওপর খবরদারি করারও স্বভাব থাকে তাঁদের৷ ডেনোভান ও তাঁর সহযোগীরা অনুমান করেছিলেন, যাঁরা একটু বেশি মাত্রায় আত্মপ্রেমী হন, অন্যদের ছাপিয়ে যাওয়ার প্রবল ইচ্ছায় পরীক্ষায় ভালো ফল করার লক্ষ্যে পড়াশোনায় মনপ্রাণ ঢেলে দেওয়ার প্রবণতা হয়ত তাঁদের বেশি হবে৷ এই অনুমান সঠিক কিনা বুঝতে ইউ কে–র স্নাতক স্তরের একশো জন ছাত্রছাত্রীর ওপর তাঁরা দুটি পরীক্ষা চালান৷ একটি পরীক্ষা নেওয়া হয় শিক্ষাবর্ষের শুরুতে, অপরটি নেওয়া হয় এর তিন মাস পরে৷

Student studing table note books coffee Bengali News
প্রতীকী ছবি

ছাত্রছাত্রীদের দু’দফায় কিছু প্রশ্ণের উত্তর দিতে বলেন গবেষকরা৷ প্রশ্ণগুলির মাধ্যমে অবসাদের লক্ষণ, মনের জোর ও পড়াশোনা করার কৌশল এ বিষয়গুলি সম্পর্কে গভীরে বোঝার চেষ্টা চালানো হয়৷ ছাত্রছাত্রীদের কাছ থেকে যে উত্তরগুলি আসে, সিদ্ধান্তে পৌঁছতে সেগুলিকে বিশদ ভাবে বিশ্লেষণ করা হয়৷ গবেষকরা বুঝতে পারেন, ‘অন্ধকার ত্রয়ী’–র মধ্যে একমাত্র আত্মপ্রেম বা নার্সিসিজম বৈশিষ্ট্যটিরই কেবল একটা ভালো দিক রয়েছে৷ দু’বারেই পরীক্ষাতেই তাঁরা সিদ্ধান্তে আসেন যে, বিষয়ের গভীরে গিয়ে পড়াশোনা করতে সাহায্য করে আত্মপ্রেম৷ পাশাপাশি, ডিপ্রেশনের সঙ্গেও রয়েছে তার বিপরীত সম্পর্ক৷ অর্থাৎ, নার্সিসিস্ট ছেলেমেয়েরা সহজে অবসাদের শিকার হয়ে পড়েন না৷ ডেনোভেন ও তাঁর সহকর্মীরা রিপোর্টে সিদ্ধান্ত করেছেন, নার্সিসিস্টদের মনের জোর বেশি থাকায়, লক্ষ্যে পৌঁছতে তাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেন৷ মনের এই বৈশিষ্ট্য আত্মপ্রেমীদের সাফল্যের জন্য যথাযথ পরিকল্পনা করতে এবং নিজেদের পরিকল্পনায় পূর্ণ মনোযোগ দিতে সাহায্য করে৷

গবেষকরা দেখিয়েছেন, ম্যাকিয়াভেলিয়ানিজম ও সাইকোপ্যাথি– অন্ধকার ত্রয়ীর এই দুটি বৈশিষ্ট্যের কিন্তু এমন গুণ নেই৷ তবে মানব–মনের এই তিনটি বৈশিষ্ট্য নিয়ে, জীবনের নানা ক্ষেত্রে এগুলির প্রভাব নিয়ে আরও গবেষণা ও পরীক্ষা–নিরীক্ষার অবকাশ রয়েছে বলে ডেনোভান ও তাঁর সহযোগী বিজ্ঞানীরা জানিয়েছেন৷

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৩০ এপ্রিল

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গত ৭০ বছরের রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছে

Calcutta University main gate 2
১৯ এপ্রিল

চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার

Student books
৬ ফেব্রুয়ারি

১৬ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে

High school students
৩ নভেম্বর

'ফিল্ম স্টাডিজ' বিষয়ে আগ্রহী হলে জানুন এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য

Nsou
১ নভেম্বর

নিরাপত্তা বেষ্টনীতে হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Examination
৭ অক্টোবর

ঢাঁকে কাঠি পড়তে আর হাতে গোনা কয়েকটা দিন। তার আগেই এমসিকেভির এমন সৃষ্টিশীল আয়োজন, মন মাতিয়ে তুলল "যুব"দের। সাক্ষী থাকল পরিদর্শক।

mckv-howrah-admission
১৫ আগস্ট

হাওড়ার লিলুয়ার একটি জনপ্রিয় স্কুল এমসিকেভি। সেই স্কুলেই সাড়ম্বরে পালিত হল দেশের ৭৭তম স্বাধীনতা দিবস।

MCKV School Howrah Liluah
৯ আগস্ট

ইতিমধ্যেই এ বিষয়ে শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক করে ফেলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

High school students
৮ আগস্ট

প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে

Junior school student
৩০ জুলাই

শুধু সাংবাদিকতা নয়, অন্য দুটি বিষয়েও হবে নিয়োগ, জানুন শীঘ্রই

Rabindra Bharati University
১৯ মে

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে যুগ্ম তৃতীয় স্থান অধিকার করেছে মাহির হাসান

High school students