মালদহে জনসভায় এসে আবারও রুদ্রমতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সরাসরি সংখ্যালঘু তোষণের অভিযোগ আনলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। অন্যদিকে তার অভিযোগ, "দুর্গাপুজো মহরম একসঙ্গে পড়লে বাংলায় মহরম এর অনুমতি দেওয়া হয়। দুর্গাপূজা বন্ধ রাখা হয়। ভোট ব্যাংকের জন্য বাংলার সংস্কৃতি নষ্ট করছে তৃণমূল।" তার সঙ্গেই উত্তরপ্রদেশের কট্টরপন্থী হিন্দু নেতা বারংবার বাংলা সঙ্গে উত্তরপ্রদেশের তুলনা টেনে আনলেন। মালদহের গাজোলে পরিবর্তন যাত্রার সূচনা মঙ্গলবার যোগী আদিত্যনাথের সভা ছিল। সেই সভা মঞ্চ থেকে যোগী আদিত্যনাথ সরাসরি সরকারের বিরুদ্ধে রাম নাম এর বিরোধিতার মত বিতর্কিত অভিযোগ আনলেন। এছাড়াও তার কথায় ছিল বারংবার নাগরিকত্ব আইন এবং লাভ জিহাদ নিয়ে মন্তব্য। এছাড়াও সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে তৃণমূল, এরকম টাও তিনি অভিযোগ করলেন।
পাশাপাশি বাংলা বেকারত্ব নিয়ে তিনি কথা বললেন। বাংলায় জয় শ্রীরাম ধ্বনি কে নিষিদ্ধ করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করলেন যোগী আদিত্যনাথ। তিনি বললেন, "যারা রাম নাম কে বিরোধিতা করে তাদের প্রয়োজন নেই পশ্চিমবঙ্গে।" পাশাপাশি, নাগরিকত্ব আইন নিয়ে মন্তব্য করতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বললেন, "কেন্দ্রের মোদি সরকার বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের শরণার্থীদের জন্য নাগরিকত্ব আইন এনেছে। কিন্তু বাংলাদেশে এই আইনের বিরোধিতা করা হচ্ছে। আপনারা এটা কেন করছেন বলুন?" পাশাপাশি, গো হত্যা, লাভ জিহাদ নিয়ে মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। তাছাড়াও যোগী আদিত্যনাথ এদিন বাংলার ইতিহাস নিয়ে চর্চা করলেন। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, বন্দেমাতরম থেকে স্বামী বিবেকানন্দের ধর্মীয় চেতনার কথা তিনি তুলে আনলেন। কলকাতার বড়বাজারের রাম কোঠারি ভাইদের কথাও তিনি বললেন। সব মিলিয়ে, ভোটের আগে যোগী আদিত্যনাথ এর এই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলেই মতামত রাজনৈতিক বিশ্লেষকদের।