বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতি আবারো ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এরকম পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ভারতের চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী আর কিছু মাসের মধ্যেই ভোট। পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন ২০২১। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জায়গায় জায়গায় সর্তকতা জারি করা শুরু হয়ে গিয়েছে। এবারে রাজ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য বেশকিছু নতুন নির্দেশাবলী নিয়ে চলে এলো।
রাজ্য নির্বাচন আধিকারিক জানিয়েছে, ১০০.৪ ডিগ্রী এরবেশি যদি আপনার শরীরের তাপমাত্রা হয় তাহলে কিন্তু আপনি সবার সাথে ভোট দিতে পারবেন না। তাহলে তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে সময়। ঠিক সেই সময়ে বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত সময়টাতে এইসব ভোটাররা এসে ভোট দিতে পারবেন। তবে সে ক্ষেত্রে এই সমস্ত ভোটারদের জন্য আলাদা করে টোকেন ইস্যু করবে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি জানানো হয়েছে, এবারে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীরা কিন্তু ২ জনের বেশি কর্মী সমর্থক নিয়ে যেতে পারবেন না। এতদিন পর্যন্ত এই সংখ্যাটা ছিল সর্বাধিক ৪। এছাড়াও রাজনৈতিক দলের তারকা প্রচারক এর সংখ্যা ৪০ থেকে কমিয়ে ৩০ করে দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।