একুশে বাংলা বিধানসভা নির্বাচন প্রায় দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে এবং প্রার্থীরা তাদের নিজ অঞ্চলে ভোটপ্রচারের কাজে লেগে পড়েছে। আজ অর্থাৎ রবিবার বাঁকুড়ার ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় ভোট প্রচার করার জন্য দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। প্রথমের দিকে সুষ্ঠুভাবে প্রচার হলেও অভিযোগ উঠেছে শেষের দিকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল সমর্থকরা কালো পতাকা দেখায়। সেই সাথে তারা "গো ব্যাক" স্লোগান দেয়। তখনই রাজীবের নিরাপত্তারক্ষীরা লাঠিচার্জ শুরু করে। এমনকি মহিলাদেরও ওপর হামলা করা হয়। পাল্টা তৃণমূল কর্মীরা ইট ছোড়ে বলে জানায় রাজীব ব্যানার্জি। এককথায়, পুলিশ জনতার খণ্ডযুদ্ধে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
রাজীব ব্যানার্জি বলেছেন, "আজকে যা ঘটনা ঘটেছে তা বাংলার সংস্কৃতি না। কোন রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতেই পারে। এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু তৃণমূল কংগ্রেস ইচ্ছা করে মিছিল আটকানোর চেষ্টা করেছে। আসলে তৃণমূল ক্ষমতা হারানোর ভয়ে আক্রমণ করা শুরু করেছে। তবে আগামী দিনে বাংলার মানুষ ওদের উত্তর দেবে।" এছাড়া নিরাপত্তারক্ষীদের লাঠিচার্জ প্রসঙ্গে রাজীব ব্যানার্জি বলেছেন, "কোন শান্তিপূর্ণ মিছিল হলে লাঠিচার্জ হতো না। তৃণমূল কর্মী সমর্থকরা ইট ছুঁড়ে বিজেপি কর্মীদের জখম করার চেষ্টা করে। তাই তাদের আটকানোর জন্য লাঠিচার্জ হয়েছে।"