দিনভর পথ অবরোধ করার পরে প্রাথমিক শিক্ষা কাউন্সিল দপ্তরে তালা ঝুলিয়ে দিলেন টেট পরীক্ষায় উত্তীর্ণরা। এর পরে তারা আবারো বিক্ষোভ দেখাতে শুরু করেন। এসএমএস করে যাদের ডাকা হয়েছিল তাদের সবার কাউন্সেলিং করতে হবে জলপাইগুড়িতে, এমনটাই ছিল তাদের সকলের দাবি। গতকাল দুপুর থেকে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিল দপ্তরের সামনে তারা একেবারে পথ অবরোধ করে রেখেছিলেন। সন্ধ্যে গড়াতে না গড়াতেই ওই দপ্তরের মূল গেটে তারা তালা ঝুলিয়ে দিলেন। শুধু তাই নয় একইসঙ্গে টানা চলতে থাকে পথ অবরোধ। কোলের শিশুকে নিয়ে গতকাল দুপুর থেকে আন্দোলনে সামিল হয়েছিলেন অনেক মহিলা।
আন্দোলনকারীদের অভিযোগ, ৬০০ জন পরীক্ষার্থীকে এসএমএস করে ডাকা হয়েছিল। কিন্তু তারা মাত্র ২০০ জনের কাউন্সেলিং করে চলেছেন। তাদের দাবি বাকিদের অন্য দিন ডাকা হবে। আর এতেই সৃষ্টি হয় সমস্যা। সকলের কাউন্সেলিং জলপাইগুড়িতে করতে হবে বলে দাবি তুললেন বিক্ষোভকারীরা। অন্যদিকে, প্রাথমিক শিক্ষা কাউন্সিল কর্তারা দাবি করেছেন, প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে যাদের তালিকা পাঠানো হয়েছে দুদিন ধরে তাদের কাউন্সেলিং করা হয়েছে। তাদের নিয়োগপত্র দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে। এবার বাকিদের কাউন্সেলিং কলকাতায় সেন্ট্রাল কাউন্সেলিং সেন্টারে করা হবে বলে ওপর মহলের নির্দেশ রয়েছে।