মমতা বন্দোপাধ্যায় সরকার বাংলার মসনদে আসার পরে দক্ষিণেশ্বর মন্দির চত্বর কে আরো সুন্দর করে সাজানো শুরু হয়েছে। তৈরি হয়েছে স্কাইওয়াক। এছাড়াও দক্ষিণেশ্বর কে আরো ভালো ভাবে সাজাতে সর্বমোট ২০ কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। জানা যাচ্ছে ইতিমধ্যেই বেশ কিছুটা কাজ হয়ে গিয়েছে। তবে এখনো অনেকটা কাজ বাকি রয়েছে। এবারে মন্দির সংলগ্ন মায়ের ঘাট সংস্কারসহ মন্দির চত্বরে সৌন্দর্যায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর জন্য ১ কোটি ৩৫ লক্ষ্য ৩১ হাজার টাকার টেন্ডারের জন্য বিজ্ঞপ্তি করা হয়েছে। জানানো হয়েছে, চার মাসের মধ্যেই এই কাজ শেষ করা হবে।
দক্ষিণেশ্বরের গঙ্গার মূল ঘাট মায়ের ঘাট নতুন কোরে সংস্কার করা হবে। দর্শনার্থী এবং পূণ্য কারি মানুষের জন্য এই পরিকল্পনা করা হয়েছে। এছাড়া মন্দির চত্বরে মাল্টি প্লাজা এবং পন্যবিথিকার মধ্যে লান্ডস্ক্যাপিং এবং বিউটিফিকেশন করা হবে। এছাড়াও দ্বিতীয় কার পার্কিং প্লেস এ তৈরি হবে শৌচালয়। তার সাথে সাথেই গার্ড রুম নতুন করে তৈরি করা হবে। মন্দির কমপ্লেক্সের ইউটিলিটি লাইনের একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে। জল সরবরাহ লাইনের এক্সটেনশন করা হবে। তবে শুধুমাত্র দক্ষিণেশ্বর নয়, একইসঙ্গে কালীঘাট, তারাপীঠ এবং তারকেশ্বর প্রভৃতি পীঠস্থান কে সুন্দর করে সাজানো হবে। ইতিমধ্যেই তার বেশ কিছু কাজ শুরু করা হয়েছে।