মার্চ মাসের মাঝামাঝি সময় যতই এগিয়ে আসছে ততই পাল্লা দিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও রোজ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে সপ্তাহ শেষে এই তাপমাত্রা আরও বাড়বে। আর তিন দিনের মধ্যে শহরাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রী ছুঁতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে এরফলে গুমোট পরিবেশ সৃষ্টি হবে যা তীব্র অস্বস্তিতে ফেলবে সাধারণ মানুষকে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা সাধারণের তুলনায় ২ ডিগ্রী বেশি। এছাড়াও জানা গেছে, বাতাসে জলীয়বাষ্পের সর্বাধিক ও সর্বনিম্ন পরিমান যথাক্রমে ৯৩ শতাংশ ও ১৮ শতাংশ। এর জেরে গুমোট গরমে হাঁসফাঁস করতে হচ্ছে মানুষকে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং ও কালিম্পং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেইসাথে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহের সম্ভাবনা আছে।