একুশে বাংলা বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন ভোট কার্যকারিতার প্রস্তুতি সম্পর্কে খতিয়ে দেখে নিচ্ছে। নির্বাচন শুরুর ঠিক কিছুদিন আগে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশ প্রবেশ করতে পারবে না। পুরো নিরাপত্তার দায়িত্ব থাকবে কেন্দ্রীয় বাহিনীর ওপর। ১০০ মিটারের বাইরে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। আসলে অন্যান্য রাজ্যের তুলনায়ও পশ্চিমবঙ্গে ভোটদান করার হার অনেকটাই বেশি। তাই এবার অনেক বেশি লম্বা লাইন পড়তে পারে বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতিতে লম্বা লাইনে বিশৃঙ্খলা এড়াতে বুথের প্রথম ১০০ মিটারে দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও বাকি তারপর থেকে আইন-শৃঙ্খলাতার দায়িত্বে আছে রাজ্য পুলিশ বাহিনী।
এবারের বিধানসভা নির্বাচনে আগে থাকতেই পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী বাংলায় নিয়ে আসছে নির্বাচন কমিশন। এমনকি ভোটের ৭২ ঘন্টা আগে থাকতে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি ভিডিওগ্রাফি করে কমিশনকে পাঠাতে হচ্ছে জেলাগুলিকে। যেকোনরকম অপ্রীতিকর পরিস্থিতির জন্য এসডিওর অধীনে একটি কোম্পানি আধাসেনা রিজার্ভ থাকবে যারা প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়বে। প্রসঙ্গত উল্লেখ্য, একুশে বাংলা বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন ৯৫৫ কোম্পানি আধাসেনা ব্যবহার করছে। প্রথম দফা নির্বাচনে ১১ হাজার বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে ৭৩২ কোম্পানি বাহিনী।