একুশে বিধানসভা নির্বাচনের জন্য আজ শনিবার গেরুয়া শিবির তাদের প্রথম দুই দফার ৬০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এরইমধ্যে পূর্ব পরিকল্পিত নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হয়েছেন তৃণমূলত্যাগী নেতা শুভেন্দু অধিকারী। তার বিপরীতে আছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে যে একটি হেভিওয়েট লড়াই হবে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এর মধ্যেই কাঁথির শান্তিকুঞ্জ থেকে শুভেন্দু অধিকারীর পিতা তথা তৃণমূলের প্রবীণ সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন, "শুভেন্দু নন্দীগ্রামে বিপুল ভোটে জিতবে। এখনও মনে হচ্ছে না যে আমাকে ওর জন্য প্রচার করতে মাঠে নামতে হবে। তবে যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ছেলের হয়ে আমি প্রচার করব।"
কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। শিশির অধিকারী তৃণমূলের সাংসদ হয়ে কি করে এক বিজেপি প্রার্থীর প্রচার করবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য জবাবে শিশিরবাবু বলেছেন, "মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম কেন্দ্রে লড়তে এসে মস্ত ভুল করেছেন। ভোটের ফল ওর পক্ষে যাবে না। আমি আবারো বলছি, শুভেন্দু বিপুল ভোটে জিতবে।" সেই সাথে শিশিরবাবু আরও জানিয়েছেন, "চোখের অপারেশনের পর এখন আমি সম্পূর্ণ সুস্থ। ডাক্তার আমাকে বলেছে আমি এখন বের হতে পারি। তাই এখন আমার আর প্রচার করতে বের হতে কোন অসুবিধা নেই। শুভেন্দুর যদি বাবার সাহায্য লাগে তাহলে বাবার কোন দ্বিধা নেই।"