বাংলা বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি ধাপে ধাপে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে। প্রথমে প্রথম ও দ্বিতীয় দফার ভোটের জন্য বিজেপি তাদের ৬০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। তারপর গত রবিবার আরও ৬৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। এরপর আজ কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ১৪৮ আসনে বিজেপি প্রার্থীর তালিকা প্রকাশ করেন। সেই তালিকাতেই ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র। কিন্তু তাকে প্রার্থী ঘোষনা করার পরেই শিখাপুত্র রোহন সাফ জানিয়ে দেয়, "তার মা ভোটে দাঁড়াচ্ছেন না। অন্তত বিজেপি থেকে তো ভোটে দাঁড়াবেন না। বিজেপি আমাদের থেকে অনুমতি না নিয়েই তার নাম প্রকাশ করে দিয়েছে।"


ঘটনার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বঙ্গ গেরুয়া শিবির। আসলে কিছুদিন আগে শিখা মিত্রের সাথে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। সেখানে তার সাথে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কথা হয় এবং তাকে চৌরঙ্গী কেন্দ্রের প্রার্থী করা হবে বলে জানানো হয়। কিন্তু তখন সোমেন জায়া ভেবে দেখার কথা বলেন। পরবর্তীতে ঘটনা নিয়ে জল্পনা চললেও শিখা মিত্র কোনদিন বিজেপিতে যোগ দেয়নি বা কংগ্রেস ছেড়ে দেয়নি। তাকে প্রার্থী করা হয়েছে এ প্রসঙ্গে শিখা মিত্র নিজেই বলেন, "আমি বিজেপির প্রার্থী নির্বাচনে দাঁড়াবো না। ভুল খবর পরিবেশন করা হচ্ছে। খবরটা একদমই বিশ্বাসযোগ্য নয়। আমি নিজে বলছি যে আমি ভোটে দাঁড়াবো না।"